এবার থেকে উপাচার্যদের বেতনও দেবে রাজ্য সরকার। এমনটাই জানালো নবান্ন। আজ বুধবারের বৈঠকে বিশ্ববিদ্যালয়ের সমস্ত কর্মীদের বেতন রাজ্য সরকারের ট্রেজারি থেকে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এর আগে বিশ্ববিদ্যালয়গুলির এই বেতন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অ্যাকাউন্টে যেত। তবে এখন সরাসরি ট্রেজারি থেকেই ঢুকবে বেতন। আজ বুধবার রাজ্যের ১১টি বিশ্ববিদ্যালয়ের ফিনান্স অফিসারদের সঙ্গে বৈঠকে বসে নবান্ন। বৈঠকে উপস্থিত ছিলেন- বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, কল্যাণী বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, মালদহ বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, ডায়মন্ড হারবার উইমেন্স ইউনিভার্সিটি, কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় এবং সিধু কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স অফিসারেরা।
