ঐতিহাসিক দিনের সাক্ষী হতে চলেছে তিলোত্তমা। জানা যাচ্ছে ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবসে ৭৫০০ স্কোয়ার ফিটের একটি পতাকা দিয়ে মুড়িয়ে দেওয়া হতে চলেছে ,মহানগরীর প্রাচীনতম স্মৃতিসৌধ ভিক্টোরিয়া মেমোরিয়ালের একাংশ। গত কয়েক বছরের ইতিহাসে প্রতিবছর ভিক্টোরিয়া মেমোরিয়ালে বছরে দুবার করে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। একটি ভারতের স্বাধীনতা দিবসের দিনে অপরটি ভারতের প্রজাতন্ত্র দিবসের দিনে। তবে এত বছরের ইতিহাসে এই প্রথম এত বড় একটি পতাকা দিয়ে ঢেকে দেওয়া হতে চলেছে, তিলোত্তমার এই প্রাচীনতম স্মৃতিসৌধ। জানা যাচ্ছে সেই পতাকা বানিয়েছে দার্জিলিংয়ের, দার্জিলিংয়ের হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট।

এই প্রসঙ্গে ভিক্টোরিয়া মেমোরিয়ালের কিউরেটর বলেন, ভিক্টোরিয়া মেমোরিয়াল ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের প্রতীক। আর ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবসে সেই সৌধকে জাতীয় পতাকা দিয়ে ঢেকে এক অনন্য নজির তৈরি করতে চলেছে মহানগরী। ভিক্টোরিয়া মেমোরিয়াল দীর্ঘদিন ধরেই এক অনন্য পর্যটনশিল্পের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত হয়ে আসছে। আর সেই সৌধে জাতীয় পতাকার উপস্থিতি এক অনন্য বৈচিত্রের নিদর্শন হতে চলেছে।