ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে একেবারে কোমর বেঁধে লড়াই করতে নেমেছেন বিজেপি নেতৃত্ব। শুক্রবার ত্রিপুরার বিজয় সঙ্কল্প সভায় বক্তব্য রাখেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এদিন তিনি আরও বলেন, ‘আমরা এখন গর্বের সঙ্গে বলতে পারি যে নতুন আশা ভরসাকে সঙ্গী করে আজ এক নতুন ত্রিপুরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ত্রিপুরার প্রতি বাড়তি নজর রয়েছে। বিজেপির শাসনে ত্রিপুরা ক্রমশ এগোচ্ছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি বলেন, আদিবাসী সমাজের কাছে আজ গর্বের বিষয় যে আমাদের রাষ্ট্রপতির নাম দ্রৌপদী মুর্মু। ৭০ বছর ধরে আদিবাসীদের কথা কেউ ভাবেননি। আমি খুশি যে ৮জন কেন্দ্রীয় মন্ত্রী ট্রাইবাল। আমাদের মুখ্যমন্ত্রীও ট্রাইবাল। আদিবাসী সমাজের জন্য বাজেট বরাদ্দও প্রায় ৪ গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে।

এদিকে ত্রিপুরায় প্রচারে যাওয়া আগে সংখ্যালঘুদের নিয়ে বিমানবন্দরে ঢোকার আগে মিঠুন চক্রবর্তী বলেন, বিজেপি কোনও দিন মুসলিম বিরোধী ছিল না। বাজারে প্রচার করা হয়েছে বিজেপি মানেই মুসলিম বিরোধী। এ প্রসঙ্গে তাঁর আরও সংযোজন, ‘বাংলার হিন্দুস্থানি মুসলিম দের কথা আমরা ভাবি। আমি চাই আমার পশ্চিমবঙ্গের মুসলমান ভাইবোনরা ভাল থাকুক।’ শুক্রবার সকালে ত্রিপুরার উদ্দেশে রওনা দেন মিঠুন চক্রবর্তী, শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষ। পরে লকেট চট্টোপাধ্যায়ও। সেখানে তাঁরা বিজেপি প্রার্থীদের সমর্থন প্রচার করবেন।