দেউলিয়া ঘোষিত হলেন বিজয় মালিয়া ! । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 30 Second

ভারতীয় ব্যাংকগুলোর জন্য সুখবর। একসময়ের লিকার ব্যারণ বিজয় মালিয়াকে দেউলিয়া ঘোষণা করল ইউকের একটি আদালত। গতকাল বিজয় মালিয়ার বিরুদ্ধে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফ থেকে একটি মামলা করা হয়েছিল । সেই মামলার পরিপ্রেক্ষিতেই এই রায় দেওয়া হয়েছে। আদালতের তরফ থেকে দেওয়া এই রায়ের প্রেক্ষিতে আগামী দিনে বিজয় মালিয়া সম্পত্তি বিক্রয় করে প্রয়োজনীয় ঋণ শোধ করতে সক্ষম হবে ভারতীয় ব্যাংকগুলোকে। যদিও বিজয় মালিয়ার তরফ থেকে এই বিষয়ে জানানো হয়েছে , আগামী দিনে ইউকে-র চিফ ইনসলভেনন্সিস অ্যান্ড কোম্পানিজ আদালতের এই মামলার রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চতর আদালতে যাবেন তিনি। গতকাল আদালতে তরফ থেকে ভার্চুয়াল শুনানিতে এই বিষয়ে রায় দেওয়া হয়েছিল। জানা যাচ্ছে এই আদালতের রায়ের মাধ্যমে জানানো হয়েছে মালিয়া আগামী দিনে নির্দিষ্ট সময়ের মধ্যে ঋণ মেটাতে পারবেন, এই বিষয়ে যথেষ্ট প্রমাণ নেই ।

জানা যাচ্ছে ভারতের স্টেট ব্যাংক সহ মোট ১৩ টি ব্যাংকের তরফ থেকে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছিল। তাঁর নামে প্রায় একশো কোটিরও বেশি টাকা ঋণ হিসেবে নেওয়া হয়েছে। যা আগামী দিনে শোধ করা তাঁর পক্ষে সম্ভব নয় এমনই রায় দিল এই আদালত।বিজয় মালিয়া ছাড়াও ভারত থেকে পালিয়েছে নিরব মোদী এবং মেহুল চোক্সি। ইতিমধ্যেই এই তিন পলাতকের জন্য ভারতীয় ব্যাংক গুলির ক্ষতির পরিমাণ হয়েছে প্রায় ২২ হাজার ৫০০ কোটি টাকার বেশি। কয়েকদিন আগেই তিনজনের মোট ৯ হাজার ৩৭১ কোটি টাকা জমা পড়ে ব্যাঙ্কে। যা দিয়ে আগামী দিনে আংশিক ক্ষতি পূরণ করা সম্ভব হবে বলে মনে করছে ভারতীয় ব্যাংকের আধিকারিকরা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

এনএইচআরসির বিরুদ্ধে কড়া জবাব রাজ্যের । এম ভারত নিউজ

রাজ্যে ভোট পরবর্তী হিংসার পরিস্থিতি নিয়ে এনএইচআরসি-এর ভূমিকার বিরুদ্ধে কড়া জবাব দিল রাজ্য সরকার। এছাড়াও এই কমিটির সদস্যদের বিজেপি ঘনিষ্ঠতা আছে বলেই ,বারংবার দাবি করেছে রাজ্য সরকার। ২০২১ বঙ্গ বিধানসভা নির্বাচনে জয়লাভের পর ক্ষমতায় এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বলেন, তাঁর সরকার শপথ গ্রহণের পর ভোট পরবর্তী […]
state_340

Subscribe US Now

error: Content Protected