ফের রদবদল রাজ্য নিরাপত্তায় । নতুন নিরাপত্তার অধিকর্তা হলেন জ্ঞানবন্ত সিং। এর আগে এই পদে আসিন ছিলেন বিবেক সহায় । নন্দীগ্রামে মমতার পায়ে চোট লাগার ঘটনায় নির্বাচন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়ের সিকিউরিটির দায়িত্বে থাকা অফিসারকেই দোষি বলে দাবী করে পাশাপাশি কর্তব্যে অবহেলার অভিযোগও আনা হয় বিবেকের উপর । সেই কারনেই বন্দ্যোপাধ্যায়ের সিকিউরিটি ডিরেক্টর বিবেক সহায়কে সাসপেন্ড করার নির্দেশ দেয় কমিশন । সেই জায়গাতেই আসেন নয়া অধিকর্তা জ্ঞানবন্ত সিং ।

তবে ইনি এর আগেও মুখ্যমন্ত্রীর সঙ্গে কাজ করেছেন । সিকিউরিটি ডিরেক্টর হিসেবে আনা হল আইপিএস অফিসার জ্ঞানবন্ত সিংকে । প্রসঙ্গত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সঙ্গে দীর্ঘদিন ঘনিষ্ঠভাবে কাজ করেছেন এই আইপিএস অফিসার জ্ঞানবন্ত সিং। দিন কয়েক আগেই রাজ্য পুলিশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রদবদল হয়। তখনই এডিজি আইন-শৃঙ্খলা পদ থেকে জ্ঞানবন্ত সিং-কে সরিয়ে আনা হয় জাভেদ শামীমকে। রাজ্য পুলিশের ডিজি নীরজনয়ন পান্ডের পরামর্শে তাঁর পরিবর্তে নতুন দায়িত্ব অর্পিত হলো জ্ঞানবন্ত সিং-এর উপর ।
