Read Time:1 Minute, 12 Second
শিল্পী জগতে শোকের ছায়া। উপসর্গহীন কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হল বিশিষ্ট বাচিক শিল্পী প্রদীপ ঘোষ। শুক্রবার ভোর রাতে যোধপুর পার্কে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল আনুমানিক ৭৫ বছর। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ জগন্নাথ বসু থেকে ব্রততী বন্দ্যোপাধ্যায়ের মত শিল্পীরা।

শনিবার থেকে জ্বর ছিল শিল্পীর।টেস্ট করানো হয়। রিপোর্ট হাতে আসার আগেই মৃত্যু হয় তাঁর। পরিবার সূত্রে খবর, আজ সকাল ৬টা ৪০ মিনিটে ঘুমের মধ্যে তাঁর মৃত্যু হয়। তিনি উপসর্গহীন ছিলেন বলেই দাবি করছেন পরিবার। তাঁর চলে যাওয়ায় শোকের ছায়া শিল্পী মহলে। অসাধারণ কন্ঠের অধিকারী ছিলেন তিনি। শুধু তাই নয় তাঁর বাচনভঙ্গিতেও ছিল অভিনবত্ব ।