
নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর সভার আগেই উতপ্ত হয়ে উঠল নন্দীগ্রামের ভূতা মোড়। শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পর নন্দীগ্রামে প্রথম অরাজনৈতিক সভার আয়োজন করা হয় মঙ্গলবার। অভিযোগ, সেইসভায় যোগ দিতে যাওয়ার আগে বিজেপি কর্মীদের ওপর হামলা চালায় তৃণমূল। বিজেপি কর্মী-সমর্থকদের বাস, টোটো থেকে নামিয়ে মারধর করা হয় বলেও অভিযোগ।

পাশাপাশি বেশকিছু মহিলা সমর্থকদের কে আটকে রেখে শ্লীলতাহানি করারও অভিযোগ ওঠে। ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী-সমর্থক জখম হন। অনেকেই নিখোঁজ বলেই দাবি মমতার। প্রতিবাদে নন্দীগ্রাম থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপির নেতা কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় এলাকায় রয়েছে চাপা উত্তেজনা। ঘটনায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, হামলাকারী জেহাদিদের বিরুদ্ধে এফআইআর করব। এর ফল ভুগতে হবে তৃণমূলকে। পাল্টা বিজেপির গোষ্ঠীকোন্দল বলেই দাবি জেলা তৃণমূলের।