‘পৌষমেলার অনুমতি চাই’, হুঁশিয়ারি বোলপুর পৌরসভার । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 40 Second

পৌষমেলা করতে চেয়ে বিশ্বভারতীর উপাচার্য ও শান্তিনিকেতন ট্রাস্টকে চিঠি দিল বোলপুর পৌরসভা। ঐতিহ্যবাহী পৌষমেলা যাতে বন্ধ না হয়, তারই আবেদনের পাশাপাশি পৌরসভার আবেদন, বিশ্বভারতী কর্তৃপক্ষ মেলা না করলে মাঠটি পৌরসভাকে দেওয়া হোক পৌষমেলার আয়োজন করার জন্য৷

করোনা আবহের জন্য ২০২০ সালে বন্ধ ছিল ঐতিহ্যবাহী পৌষমেলা। এবার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে৷ তাই পুনরায় পৌষমেলার আয়োজন করার জন্য বিশ্বভারতী কর্তৃপক্ষ ও শান্তিনিকেতন ট্রাস্টকে চিঠি দিয়েছিল বোলপুর ব্যবসায়ী সমিতি ও পৌষমেলা বাঁচাও কমিটি।
এবার পৌষমেলার আয়োজন করতে চেয়ে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ও শান্তিনিকেতন ট্রাস্টকে চিঠি দিল বোলপুর পৌরসভা। এদিন একটি সাংবাদিক বৈঠক করে একথা জানান পৌরসভার বোর্ডের সদস্যা পর্ণা ঘোষ৷

প্রসঙ্গত, ১৮৪৩ সালে ২১ ডিসেম্বর (৭ পৌষ) মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রামচন্দ্র বিদ্যাবাগীশের কাছে ব্রাহ্ম ধর্মে দীক্ষিত হন । এরপর এই ধর্মের প্রসার ও প্রচার বৃদ্ধি পায় । এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ও প্রচারের স্বার্থে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ১৮৪৫ সালে কলকাতার গোরিটির বাগানে উপাসনা, ব্রাহ্ম মন্ত্র পাঠের আয়োজন করেন । এটিকেই পৌষমেলার সূচনা বলে ধরা হয় । পরবর্তীকালে ১৮৬২ সালে দেবেন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে আশ্রম প্রতিষ্ঠার কথা ভাবতে শুরু করেন । ১৮৯১ সালে ব্রহ্মমন্দির বা উপাসনা গৃহ প্রতিষ্ঠিত হয় । এটিকে শান্তিনিকেতনের পৌষ উৎসবের সূচনা হিসেবে ধরা হয় । ১৮৯৪ সালে এই পৌষ উৎসবের পাশাপাশি মন্দির সংলগ্ন মাঠে শুরু হয় পৌষ মেলা । দিন দিন মেলার পরিধি বৃদ্ধি পাওয়ায় বর্তমানে পূর্ব পল্লির মাঠে এই মেলা হয়ে আসছিল ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ভয়াবহ দুর্ঘটনা নাগেরবাজার উড়ালপুলে । এম ভারত নিউজ

মর্মান্তিক পথদুর্ঘটনা ঘটলো নাগেরবাজার উড়ালপুলে। সোমবার এই উড়ালপুলে একটি চার চাকার একটি গাড়ি আচমকাই ধাক্কা মারে বাইকে। বাইকে থাকা এক মহিলা বাইক থেকে ছিটকে উড়ালপুলের নিচে পড়ে যান। উড়ালপুলের ভিতর ছিটকে পড়েন বাইকের চালকও। গুরুতর আহত অবস্থায় স্থানীয় বেসরকারি হাসপাতালে দু’জনকেই ভর্তি করা হয় । সূত্রে খবর, চিকিৎসকদের বহু চেষ্টার […]

Subscribe US Now

error: Content Protected