Read Time:1 Minute, 24 Second
কলম্বিয়াকে পেনাল্টি শুটআউটে পরাজিত করে কোপা আমেরিকার ফাইনালে উঠে মেসির আর্জেন্টিনা। কোপা আমেরিকার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে। ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল এবং আর্জেন্টিনা। এক কথায় বলতে গেলে , লড়াইটা মেসির আর্জেন্টিনা বনাম নেইমারের ব্রাজিলের ।

ম্যাচে কে জিতবে আর কে হারবে এ-নিয়ে দাঙ্গা লেগেই থাকে দেশের বিভিন্ন প্রান্তে । বাদ যায়নি ফুটবল জ্বরে আক্রান্ত বাংলাদেশও। গত বৃহস্পতিবার কোপার ফাইনাল ম্যাচ নিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ফুটবলপ্রেমিদের মধ্যে হাতাহাতির খবর পাওয়া যায়। এই ঘটনার পর আগামী রবিবার অর্থাৎ কোপার ফাইনাল ম্যাচের দিন গোটা বাংলাদেশ জুড়ে পুলিশি সর্তকতা জারি করা হয়েছে। এমনকি ম্যাচ চলাকালীন গ্রামবাসীদের একত্রিত হওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।