নিজস্ব সংবাদদাতা,হাওড়াঃ
কয়েকদিনের টানা বৃষ্টিপাত ও ডিভিসির ছাড়া জলে প্লাবিত আমতায় এসে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য আকাশ পথে বাতিল করেন খানাকুল সফর। সড়কপথে হাওড়া জেলার আমতায় আসেন মূখ্যমন্ত্রী। আমতা(2) ব্লকের সেহাগড়ি মোড় এলাকায় পৌঁছে সাধারণ বাসিন্দাদের সাথে কথা বলে খোঁজ নেন সমস্যার। স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন সবরকম সহযোগিতার। এই মুহুর্তে মুখ্যমন্ত্রীর উদয়নারায়নপুরে উদ্দেশ্যে রওনা হয়েছেন।

কেন্দ্রকে তোপ দেগে মমতার দাবি এটা ম্যান ম্যাড বন্যা। লাগাতার ডিভিসি, মাইথন ও পাঞ্চেত বাঁধ থেকে জল ছাড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লি থেকে ফোনে বিষয়টা দেখার আশ্বাস দিয়েছেন নরেন্দ্র মোদী। হাওড়া জেলার বন্যা কবলিত এলাকা আমতা এবং উদয়নারায়নপুর পৌঁছে মমতা ব্যানার্জি এলাকা মানুষদের সমস্যা নিয়ে আলোচনা করছেন। জানা যাচ্ছে, বন্যায় দুর্গতদের জন্য খোলা বিভিন্ন ত্রাণশিবিরগুলি ঘুরে ঘুরে দেখবেন মুখ্যমন্ত্রী।