নয়া সাফল্য পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের। আন্তর্জাতিক স্তরে সেরার সেরা তকমা পেল পশ্চিমবঙ্গ শিক্ষা দফতরের স্কুল শিক্ষা এবং উচ্চ শিক্ষা বিভাগ। করোনাকালীন পরিস্থিতিতে ভালো কাজের জন্য স্বীকৃতি পেল বঙ্গ সরকার। ইতিমধ্যেই আন্তর্জাতিক স্তরে স্কচ গোল্ডেন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য শিক্ষা এবং পর্যটন দপ্তরকে।
প্রসঙ্গত উল্লেখও, করোনাকালীন কঠিন পরিস্থিতিতে দেশের অন্য অন্য প্রান্তে স্কুল বন্ধ থাকলেও মিড ডে মিল ব্যবস্থা চালু ছিল পশ্চিমবঙ্গে। নির্দিষ্ট সময়ে বিদ্যালয় অভিভাবকদের ডেকে তা বন্টন করা হয়েছে বলেই জানা যাচ্ছে। এছাড়াও করোনাকালীন পরিস্থিতিতে অনলাইন পঠন-পাঠনের পরেও বাংলার ছাত্র ছাত্রীদের ফলাফল টেক্কা দিয়েছে দেশের নামীদামী বিভিন্ন স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিকে। বর্তমানে রাজ্যের দুটি বিভাগের দায়িত্ব সামলেছেন ব্রাত্য বসু। করোনা পরিস্থিতিতে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হলেও রাজ্যে বিদ্যা চর্চার মানোন্নয়ন ঘটেছে বলেই জানা যাচ্ছে। সেক্ষেত্রে রাজ্যের এই পুরস্কার প্রাপ্তিতে ব্রাত্য বসুর অবদান অনস্বীকার্য ।ইতিমধ্যেই তা স্বীকার করেছে শিক্ষা দপ্তর। এই প্রসঙ্গে, একটি টুইট করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “শিক্ষা দপ্তরের পাশাপাশি এই রাজ্যের পর্যটন দপ্তর স্কচ গোল্ডেন পুরস্কার পেয়েছে। “