নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- বিধানসভা নির্বাচন ২০২১ এর আগে আজ প্রথম দফা নির্বাচনী সম্প্রচারের শেষ দিন । আর তার আগে আরও একবার রাজ্যে এলেন বিজেপির নেতা তথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । সারাদিনের চাপা কর্মসূচি নিয়ে পূর্ব মেদিনীপুরে এসেছিলেন তিনি।পূর্ব মেদিনীপুর জেলার মেচেদা মিতালী সংঘ ময়দানে নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখলেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ ।
জানা গিয়েছে প্রথম দফা ভোটে ত্রিশটি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে যার প্রচারকার্য শেষ দিন আজ। আজ মূলত, জঙ্গলমহেল প্রচারে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পুরুলিয়ার বাঘমুণ্ডি, ঝাড়গ্রামের সাঁকরাইল, পূর্ব মেদিনীপুরের তমলুক ও বাঁকুড়ার বিষ্ণুপুরে সভা করেন অমিত শাহ। পাশাপাশি আঁটোসাঁটো নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছিল গোটা সভা মঞ্চ সহ পুরো জঙ্গলমহল।
তবে এই সভা মঞ্চ থেকে শুধুমাত্র বিরোধীপক্ষকে তোপ নয় , পাশাপাশি বিজেপি কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, জঙ্গলমহলের চিরকালীন সমস্যা হল পানীয় জল নিয়ে । আগামী দিনে বিজেপি সরকার ক্ষমতায় এলে পানীয় জলের সমস্যা থেকে মুক্তি পাবে গোটা জঙ্গলমহল , শুদ্ধ পানিয় বিশুদ্ধ জলের ব্যবস্থা করবে বিজেপি সরকার। পাশাপাশি আরও একটি বড় ঘোষণা করেছেন তিনি , জঙ্গলমহলের মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করে বলেন ,আগামী দিনে বিজেপি সরকার ক্ষমতায় এলে জঙ্গলমহলে তৈরি হবে নতুন এইমস। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে তোপ দিয়ে তিনি বলেন আগামী দিনে বাংলা থেকে ডেঙ্গু ,ম্যালেরিয়া, পুরোপুরি নির্মূল করতে গেলে বিজেপিকে ক্ষমতায় আনতে হবে সাধারণ মানুষকে। ওদিকে বিজেপির তরফ থেকে এও বলা হয়েছে জঙ্গলমহলের উন্নয়নের জন্য জঙ্গলমহল বিকাশ বোর্ড করবেন তিনি। তাছাড়াও তৈরি হবে বিরসা মুন্ডার মূর্তি যুক্ত সংগ্রহশালা। নির্বাচনী প্রচারের শেষ দিনে দাঁড়িয়ে এই ধরনের বক্তব্য পেশ করা এবং ভোটের ময়দানে নিজেদের জমি পোক্ত করার ব্যাপারে কতটা সফল হলেন অমিত শাহ ! উত্তর পাওয়া যাবে জঙ্গলমহলের নির্বাচনী ফলাফলের দিন।