এখনই বাড়ছে না বাস ভাড়া , স্পষ্ট জানালেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম।গত কয়েক দিনে রাজ্যে ক্রমবর্ধমান পেট্রোপণ্যের দাম আর সেই কারণেই বারংবার ভাড়া বৃদ্ধির দাবিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন বাস সংগঠনের মালিকরা। তবে করোনার এই কঠিন পরিস্থিতিতে ভাড়া বৃদ্ধি করলে সমস্যায় পড়বেন সাধারন মানুষ। আর সেই কথা মাথায় রেখে বারংবার ভাড়া বৃদ্ধির বিষয়টি এড়িয়ে যাচ্ছে রাজ্য সরকার। জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন , “আগামী দিনে ভাড়া বৃদ্ধি না করলে বাস চালানো খুবই মুশকিল ।” এছাড়াও কেবলমাত্র রোড ট্যাক্স কয়েক মাসের জন্য মুক্ত যথেষ্ট নয় বলেই মনে করছেন তাঁরা।প্রসঙ্গত উল্লেখ্য, ভাড়া বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনা করে দেখার পাশাপাশি সহমর্মিতা থেকেও আরও বেশ কয়েকটি প্রস্তাবের কথা তুলে ধরেন তাঁরা।

সেখানে তপন বন্দ্যোপাধ্যায় জানান,“আমাদের রাজ্যে ২৩টি জেলায় ২৩টি সমবায় ব্যাঙ্ক আছে। আমরা আজ নতুন একটা প্রস্তাব দিচ্ছি, যে বাস মালিকরা ২০২০ সাল থেকে এখনও অবধি বিমার টাকা দিতেপারেননি বলে গাড়ি দাঁড়িয়ে আছে, তাঁদের সমবায়ের মাধ্যমে ২ লক্ষ টাকা করে অল্প সুদে দেওয়া হোক। একইসঙ্গে সরকার ভাড়া বৃদ্ধি নিয়ে দ্রুত কোনও সিদ্ধান্ত ঘোষণা করুক।” তবে এ প্রসঙ্গে ফিরহাদ হাকিম জানান , “অতিমারি চলছে। মানুষের হাতে এমনিই টাকা পয়সা নেই। এই অবস্থায় কোনও ভাবেই ভাড়া বাড়ানো সম্ভব নয়। বাস মালিকদের সাধারণ মানুষের কথা ভাবতে হবে। আমরা জানি পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে বাস মালিকরা সমস্যায় পড়েছেন। আমরা তাঁদের সমস্যার কথা বুঝতে পারছি। কিন্তু বর্তমান সময়ের কথা মাথায় রেখে সাধারণ মানুষের উপরে বাড়তি আর্থিক চাপ দেওয়া যাবে না।”