২১ শে জুলাই শহীদ স্মরণে আজ সর্বভারতীয় স্তরে বক্তব্য রাখতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দুপুর দুটোয় ভার্চুয়াল মাধ্যমে এই সভা করবেন তিনি।পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তে এই সভার সরাসরি সম্প্রচার করা হবে। রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে শহীদ স্মরণে বিভিন্ন অনুষ্ঠান। তৃণমূল ভবন থেকে শুরু করে ধর্মতলা শহীদ বেদী আরও একবার সেজে উঠেছে শুধু সেই শহীদদের, তাঁদের যোগ্য সম্মান টুকু ফিরিয়ে দেওয়ার জন্য। আর তাঁদের সম্মান জানিয়েই আজ সকালেই টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

তিনি লিখেছেন“১৯৯৩ সালে এই দিনে যে ১৩ জন শহিদ হয়েছিলেন, তাঁদের প্রতি আন্তরিক শ্রদ্ধা। আমি আমার সমস্ত ভাই-বোনেদের আহ্বান জানাচ্ছি আজ দুপুর দুটোয় এই ভার্চুয়াল সভায় যোগ দেওয়ার জন্য।”আজ শহীদ স্মরণে টুইট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । তিনি তাঁর টুইটারে লেখেন, “১৯৯৩-এর সেই যন্ত্রণাদায়ক স্মৃতি এখনও টাটকা। সেই সময়ের সরকারের নিষ্ঠুরতার শিকার হয়েছিলেন ১৩ জন কর্মী। সেদিন আজীবন মনে থাকবে।” এছাড়াও শহীদ স্মরণে ইতিমধ্যেই উদ্যত হয়েছেন শ্রম মন্ত্রী বেচারাম মান্না সহ সুখেন্দু শেখর। তিনি ইতিমধ্যেই টুইটে জানিয়েছেন আজ লখনউয়ে শহীদ দিবসের এই অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন তিনি।
