তবে কি বদলে যাচ্ছে ভারতের ইংরাজি নাম, ইন্ডিয়া নামে আর ডাকা হবে না ভারতকে? একমাত্র ভারতবর্ষই এমন দেশ যার এরকম দু’টি নাম রয়েছে। যা একে অপরের থেকে একেবারে ভিন্ন। এবং দু’টি নামের উৎপত্তিই ভিন্ন ভিন্ন ভাবে হয়েছে। ভারতের সংস্কৃতি তথা ঐতহ্যে ‘ইন্ডিয়া’ নামের একটি আলাদা গুরুত্ব রয়েছে। জানা যায়, ইন্ডাস থেকেই এই নাম হয়েছে ভারতের। যে নামে ভারতবর্ষের সীমানা গোটা বিশ্বের কাছে পরিচিতি পেয়েছে আজ সেই নামকে মুছে দেওয়ার কথা হচ্ছে! এই বিষয় নিয়ে যেমন একটা ক্ষোভ সৃষ্টি করেছে কিছু মানুষের মধ্যে তেমনি ইংরাজিতেও ‘ভারত’ নামেই পরিচিতি লাভের কথায় রীতিমত উত্তেজিত এবং আনন্দিত আর এক শ্রেনীর জনগণ। যদিও এখনও পর্যন্ত এই নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে আজকের নেটদুনিয়ার দাপট সাধারণ জনগণের থেকে বেশি বই কম নয়।

এর মধ্যে এই ইন্ডিয়া-ভারত তথা দেশের নাম বদলের বিতর্কও ঢুকে পড়ল খেলার মাঠে। সবটাই ইন্টারনেটের দৌলতে। বিতর্কের মধ্যে এবার ঢুকে পড়ল ভারত-পাকিস্তান ম্যাচও! ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান নয়, সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং ভারত ভার্সেন পাকিস্তান। আজ রবিবার কলম্বোয় সুপার ফোরের ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান। গ্রুপ পর্বের লড়াই ভেস্তে গিয়েছিল বৃষ্টির জন্যে। ফলে সকলের নজর আজ কলম্বোয়। আর সেই ম্যাচ শুরু হতেই X প্ল্যাটফর্মে ট্রেন্ডিংয়ে উপরের দিকে উঠে এল ‘ভারত ভার্সেস পাকিস্তান’ (Bharat vs Pakistan)। নেটমাধ্যমে ইতিমধ্যেই BHAvsPAK হ্য়াশট্যাগটিও ট্রেন্ডিং হয়ে গিয়েছে। উল্লেখ্য, জি২০ সম্মেলনের আমন্ত্রণপত্র থেকে শুরু করে প্রধানমন্ত্রীর নামের পাশেও ‘ইন্ডিয়া’র বদলে ভারতের নামই লেখা হয়েছে। জানা যাচ্ছে, চলতি মাসেই সংসদে দেশের নাম বদলের প্রস্তাবও পেশ করা হতে পারে। কিন্তু কেন রাতারাতি নাম বদলের ভাবনা? সেটাই এখন প্রশ্ন।