আরজিকর আবহে নারী নিরাপত্তা নিয়ে কি বার্তা দিলেন মোদি? জানুন। এম ভারত নিউজ

admin

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়….

0 0
Read Time:2 Minute, 40 Second

আরজি কর কাণ্ডের প্রসঙ্গ টেনে ফের নারী সুরক্ষা নিয়ে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নারীদের সুরক্ষা নিশ্চিত করতে তাদের বিরুদ্ধে হওয়া অপরাধের দ্রুত শুনানির প্রয়োজন বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, “মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে মহিলাদের বিরুদ্ধে হওয়া অত্যাচারের দ্রুত বিচারের প্রয়োজন। মহিলাদের উপরে নির্যাতন ও শিশুদের সুরক্ষা সমাজে চিন্তার কারণ হয়ে উঠেছে।”

শনিবার সুপ্রিম কোর্টের ৭৫ বর্ষপূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং অন্য বিচারপতিরা। সেখানে মোদি বলেন, ‘‘দেশে নারীর নিরাপত্তা সংক্রান্ত কঠোর আইন রয়েছে। কিন্তু আমাদের তা আরও সক্রিয় করতে হবে। নারীর প্রতি অত্যাচার সংক্রান্ত মামলায় যত দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে, নারী নিরাপত্তা তবেই দেশের অর্ধেক জনসংখ‍্যার নিরাপত্তা নিশ্চিত করা যাবে।’’

নারী নির্যাতন, শিশু নির্যাতন বর্তমানে সমাজের একটি বড় ব‍্যাধি বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, “মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে দেশে একাধিক আইন রয়েছে। কিন্তু এই আইনগুলিকে আরও মজবুত, সক্রিয় করতে হবে। ২০১৯ সালে ফাস্ট ট্রাক কোর্ট আইন পাস হয়, যার অধীনে উইটনেস ডিপোজিশন সেন্টার তৈরি করা হয়েছে। জেলার মনিটরিং কমিটিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে এই কমিটি যাতে আরও শক্তিশালী হয় এবং দ্রুত বিচারপ্রক্রিয়া শেষ হয়, তা নিশ্চিত করতে হবে।”

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

Big Breaking: সিবিআই-এর হাতে গ্রেফতার সন্দীপ ঘোষ। এম ভারত নিউজ

সিবিআই-এর দুর্নীতি দমন শাখার হাতে...

Subscribe US Now

error: Content Protected