ব্রিটেনে দীর্ঘ লকডাউনের পর শুরু হতে চলেছে আনলক। আর তার আগেই ব্রিটিশ জনগণের জন্য এক বার্তা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বলেন ,ভাইরাস নিয়েই বাঁচতে হবে। করোনাকালীন দ্বিতীয় ঢেউয়ের জেরে, নাজেহাল ব্রিটেন। সোমবারই এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বসছে ব্রিটিশ মন্ত্রিসভা। জানা যাচ্ছে আগামী উনিশে জুলাই থেকে শুরু হতে পারে আনলক। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি ।
পূর্বঘোষণা অনুসারে গত ২১ শে জুন থেকে সেদেশের আনলক শুরু হওয়ার কথা ছিল। সম্পূর্ণ পুরনো ছন্দে ফেরার কথা ছিল ব্রিটিশ জনগণের । তবে দ্বিতীয় ঢেউয়ের রেস কাটতে না কাটতেই ,তৃতীয় ঢেউয়ের সম্ভাবনা দেখা গিয়েছিল সে দেশে । করোনার শক্তিশালী ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের দেখা পাওয়া যায় বেশ কয়েকজনের নমুনায়। জানা যায় গত কয়েকদিনে করোনায় যারা আক্রান্ত হয়েছেন তাঁদের প্রায় বেশির ভাগের শরীরেই ডেল্টা প্লাস সংক্রমণ ঘটেছে। তবে করোনা পরিস্থিতি মোকাবেলা করেই আগের চলমান জীবনে ফিরতে চান ব্রিটিশ জনসাধারণ। আর সেই কথা মাথায় রেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ব্রিটেন সরকার।