আনলক শুরু হওয়ার আগে ঠিক কী বার্তা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ? এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 51 Second

ব্রিটেনে দীর্ঘ লকডাউনের পর শুরু হতে চলেছে আনলক। আর তার আগেই ব্রিটিশ জনগণের জন্য এক বার্তা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বলেন ,ভাইরাস নিয়েই বাঁচতে হবে। করোনাকালীন দ্বিতীয় ঢেউয়ের জেরে, নাজেহাল ব্রিটেন। সোমবারই এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বসছে ব্রিটিশ মন্ত্রিসভা। জানা যাচ্ছে আগামী উনিশে জুলাই থেকে শুরু হতে পারে আনলক। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি ।

পূর্বঘোষণা অনুসারে গত ২১ শে জুন থেকে সেদেশের আনলক শুরু হওয়ার কথা ছিল। সম্পূর্ণ পুরনো ছন্দে ফেরার কথা ছিল ব্রিটিশ জনগণের । তবে দ্বিতীয় ঢেউয়ের রেস কাটতে না কাটতেই ,তৃতীয় ঢেউয়ের সম্ভাবনা দেখা গিয়েছিল সে দেশে । করোনার শক্তিশালী ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের দেখা পাওয়া যায় বেশ কয়েকজনের নমুনায়। জানা যায় গত কয়েকদিনে করোনায় যারা আক্রান্ত হয়েছেন তাঁদের প্রায় বেশির ভাগের শরীরেই ডেল্টা প্লাস সংক্রমণ ঘটেছে। তবে করোনা পরিস্থিতি মোকাবেলা করেই আগের চলমান জীবনে ফিরতে চান ব্রিটিশ জনসাধারণ। আর সেই কথা মাথায় রেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ব্রিটেন সরকার।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

পুদুচেরিতে করোনায় সক্রিয় কেসের সংখ্যা ২০০৬ জন । এম ভারত নিউজ

কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হলেন ১৩৭ জন। করোনা সংক্রমণে দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামলাতে না সামলাতেই, মাথাচাড়া দিয়ে উঠছে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট। ইতিমধ্যেই এই নিয়ে চিন্তার ভাঁজ কপালে পড়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার। জানা গেছে গত ২৪ ঘন্টায় পুদুচেরিতে করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, ২৭২ […]
news_63

Subscribe US Now

error: Content Protected