Read Time:1 Minute, 22 Second
নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া : হাইটেনশন ওভারহেডের বিদ্যুতের খুঁটিতে উঠে পড়লেন এক সাধু। মঙ্গলবার সকালে লোকচক্ষুর আড়ালেই পুরুলিয়ার ঝালদা স্টেশনে থাকা হাইটেনশন ওভারহেডের বিদ্যুতের খুঁটিতে উঠে পড়েন এক সাধু। সাধুর এমন কাণ্ড দেখে তো হতবাক স্থানীয়রা। ভিড় জমে যায় স্টেশন চত্বরে। কী করবেন তাঁরা ভেবে দিশেহারা। কারণ যেকোন মুহূর্তে ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। মৃত্যও ঘটতে পারে। এমন পরিস্থিতি দেখে ছুটে আসে রেল পুলিশ।

কিন্তু পুলিশ পৌঁছলেও সাধুকে কিছুতেই বোঝানো যাচ্ছে না। নাজেহাল পুলিশ বারবার সাধুকে নেমে আসতে অনুরোধ করলেও কর্ণপাত করেনি সাধু। বহুক্ষণ পর কোনও রকম বিপদ ছাড়াই তাঁকে নামিয়ে আনতে সক্ষম হয় রেলপুলিশ। এ এস আই ডি কে মিশ্রা জানান, ওই সাধু মানসিক ভারসাম্যহীন। তাই এমন কাণ্ড ঘটিয়েছেন। তবে আপাতত সুস্থ রয়েছেন তিনি।