আসামে কবে চালু হচ্ছে ভিস্টাডম ট্রেন পরিষেবা ? জানুন । এম ভারত নিউজ

admin
0 0
Read Time:1 Minute, 45 Second

আসামবাসীর জন্য সুখবর। আগামী ২৩ অক্টোবর থেকেই ভিস্টাডম ট্রেন পরিষেবা চালু হতে চলেছে আসামে। জানা যাচ্ছে এই ট্রেনটি আসামের তিনসুকিয়া থেকে অরুণাচল প্রদেশের নাহারলাগুন পর্যন্ত রাস্তা অতিক্রম করবে এই ট্রেন পরিসেবা। উত্তর ভারতীয় রেলের তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে উত্তর-পূর্ব রেলওয়ে আগামী ২৩ অক্টোবর থেকে বিনোদন পরিষেবা চালু করতে চলেছে তিনসুকিয়া থেকে নাহারলাগুন পর্যন্ত। বিশ্বব্যাংকের পরিষেবাটি সপ্তাহে চার দিন পর্যন্ত পরিচালিত হতে চলেছে। এই পরিষেবার মাধ্যমে যাত্রীদের সমস্ত রকম সুযোগ-সুবিধা দেওয়া হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, এই ট্রেন পরিষেবা চালু করার আগে রেল কর্তৃপক্ষের তরফে বেশ কয়েকটি নতুন ট্রেন পরীক্ষামুলকভাবে তিনসুকিয়া থেকে নাহারলাগুন পর্যন্ত চালনা করা হয়েছে। ইতিমধ্যেই জানা যাচ্ছে গতকাল এই পরীক্ষামূলক ট্রেন চালনা হয়েছে। মূলত এই ট্রেন পরিষেবার মাধ্যমে সমস্ত পর্যটকদের প্রকৃতির সৌন্দর্য উপভোগ করানো হতে চলেছে। এছাড়াও সমস্ত সাংস্কৃতিক ঐতিহ্যবাহী বিষয়গুলি সকলের সামনে তুলে ধরা হবে এই যাত্রার মাধ্যমে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

সাংসদ পদ থেকে ইস্তফা বাবুলের । এম ভারত নিউজ

আজ অর্থাৎ মঙ্গলবার শেষপর্যন্ত সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। এদিন সকালে লোকসভার স্পিকার ওম বিড়লার বাসভবনে ইস্তফাপত্র জমা দিয়ে আনুষ্ঠানিক ভাবে পদ ছাড়লেন বাবুল। তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার আগ্রহ দেখিয়েছিলেন বাবুল। কিন্তু স্পিকারের সময়াভাবে এতদিন সেই প্রক্রিয়া সম্পন্ন করা […]

Subscribe US Now

error: Content Protected