চতুর্থ দফার নির্বাচনে ফের অশান্তি| চুঁচুড়া কেন্দ্রে আক্রান্ত হলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। ভাঙচুর করা হয়েছে তার গাড়িও।শুধু তাই নয় হাতেও চোট পেয়েছেন লকেট চট্টোপাধ্যায়।এই ঘটনার পিছনে তৃণমূল সমর্থকদের হাত রয়েছে, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন তিনি।

এদিন সকালে মন্দিরে পুজো দিয়ে সুষ্ঠু ভাবে যাতে ভোট হয় তার তদারকি করতে বুথ ভ্রমণে বেরিয়েছিলেন চুঁচুড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট।তাঁর অভিযোগ, ৬৬ নম্বরের সংখ্যালঘু অধ্যুষিত বুথে যখন তিনি পৌঁছান সেখানে ইভিএমের কাছে একজন মহিলা দাঁড়িয়ে ছিলেন। তাঁকে দেখেই লকেটের সন্দেহ হয়। তিনি পরিচয় জানতে চান। তখন ওই মহিলা জানান তিনি কোভিড ম্যানেজমেন্ট টিমের সদস্য। কিন্তু এমন কারও ইভিএমের কাছে দাঁড়ানোর অনুমতি নেই বলেই অভিযোগ করেন বিজেপি সাংসদ।এছাড়াও তিনি বলেন, ছাপ্পা ভোটের বিষয়টি তিনি হাতেনাতে ধরে ফেলেছিলেন বলেই তাঁর উপর হামলা করা হয়। ইট, পাটকেল ছোড়া হয়। গাড়ির কাঁচ ও ভাঙা হয় । তাঁর হাতে চোট লাগে। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগও করেন লকেট। পাশাপাশি ঘটনাস্থলে আরও কেন্দ্রীয় বাহিনি চেয়ে পাঠান। তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরাই এই ঘটনার জন্য দায়ি বলে অভিযোগ লকেটের। সূত্রের খবর,এই হামলার ঘটনার জেরে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে|

লকেটের ওপর হামলার অভিযোগ পুরোপুরি ভাবে অস্বীকার করেছেন চুঁচুড়ার তৃণমূল প্রার্থী অসিত মজুমদার। অসিত বাবু জানান, চুঁচুড়ার এই কেন্দ্রে শান্তপূর্ণভাবেই ভোট হয়। বিজেপি প্রার্থীই উত্তেজনা সৃষ্টি করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করে বলে পাল্টা অভিযোগ করেন অসিত মজুমদার| পুরো ঘটনাই সাজানো নাটক বলে কটাক্ষ তাঁর। উল্লেখ্য, এর আগে চুঁচুড়ার সংখ্যালঘু অধ্যুষিত ঈশ্বরবাহা এলাকার বুথে লকেট চট্টোপাধ্যায়কে ঘিরে কালো পতাকা দেখানো হয়েছিল| সূত্রের খবর, সকালেই ওই বুথে গিয়েছিলেন লকেট। সেখানে ভোটারদের লাইনে গন্ডগোল হয়। লকেট যেতেই তাঁকে ঘিরে শুরু হয় বিক্ষোভ শুরু হয়,গো ব্যাক স্লোগানও দেওয়া হয় লকেট কে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জও করে। মানসপুরের বুথে গিয়ে আবার লকেট চট্টোপাধ্যায় দেখেন সিসিটিভি মাটিতে পড়ে রয়েছে। নিজের উদ্যোগে সেটি লাগানোর বন্দোবস্ত করেন তিনি।