মমতার শপথ গ্রহন কবে, সাংবাদিক বৈঠকে জানালেন পার্থ চট্টোপাধ্যায় । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 42 Second

হ‍্যাটটিক মমতা ব‍্যানার্জীর। একুশের বঙ্গ বিধানসভা নির্বাচন জিতে তৃতীয় বারের জন‍্য ক্ষমতায় এলেন তৃণমূল সুপ্রিমো তথা মমতা ব‍্যানার্জী। রাজ‍্যের প্রত‍্যাবর্তন বনাম পরিবর্তনের লড়াইয়ে ভাঙা পায়ে ‘খেলে’ ২১৩ টি কেন্দ্রে বিপুল ভোটে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। এই বিপুল সাফল্যের পর কবে নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথগ্রহণ অনুষ্ঠান হবে তা নিয়ে উঠছিল প্রশ্ন। সোমবার তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠক করে সেই দিনক্ষণ জানিয়ে দিলেন বিদায়ী শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় নতুন সরকারের মূখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহন করবেন ৫ মে। এবং অন্যান্য বিধায়করা ৬ মে শপথ নিতে পারেন।

এদিন বিকালে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল ভবনে নতুন নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। এবং সেই বৈঠকেই সব জয়ী বিধায়করা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধানসভার পরিষদীয় দলের দলনেত্রী হিসেবে নির্বাচিত করেন। তারপর জয়ী বিধায়কদের সঙ্গেও বৈঠক করেন মমতা ব‍্যানার্জী। এবং সেই বৈঠকে বিধায়কদের নিজের বিধানসভার মানুষের যাবতীয় সমস্যা মেটানের নির্দেশ দিয়েছেন তিনি। মানুষের কাছে গিয়ে ভালো ভাবে কাজ করার ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠকে দলের নির্বাচিত প্রতিনিধি ছাড়া উপস্থিত ছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ভোট কুশলী প্রশান্ত কিশোর।  এছাড়া এই বৈঠকে সুব্রত মুখোপাধ্যায়কে দলের ‘প্রোটেম স্পিকার’ হিসেবে নির্বাচিত করা হয়। ৬ মে সুব্রত মুখোপাধ্যায় ‘প্রোটেম স্পিকার’ হয়ে বিধায়কদের শপথবাক্য পাঠ করাবেন। বিধানসভার অধ্যক্ষ হিসাবে বিমান বন্দ্যোপাধ্যায়েরকে নিযুক্ত করা হবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

জুলাইয়ের আগে সবাই পাবেননা করোনা টীকা : সেরাম কর্তা । এম ভারত নিউজ

করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বেসামাল গোটা দেশ। পৌনে চার লক্ষ ছুঁয়েছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে দেশবাসীর একমাত্র ভরসা করোনা ভ্যাকসিন। কিন্তু এই মুহুর্তেই সবাই পাবেন না টিকা। দেশজুড়ে বিপুল ঘাটতি দেখা দিয়েছে টিকায়। জুলাইয়ের আগে মিটবেনা এই ঘাটতি এমনটাই জানালেন সেরাম ইন্সটিটিউট কর্তা আদর পুনেওয়ালা। পুনেওয়ালা বলেন “জুলাই মাসেই বাড়বে […]

Subscribe US Now

error: Content Protected