কবে যাচ্ছেন সন্দেশখালি? দিনক্ষণ জানালেন বাংলার মুখ্যমন্ত্রী। এম ভারত নিউজ

admin

বেআইনিভাবে দখল হয়ে যাওয়া ভেড়ির জমি প্রকৃত মালিকদের কাছে…

0 0
Read Time:6 Minute, 30 Second

সন্দেশখালি নিয়ে বিরোধীদের সমস্ত অভিযোগে জল ঢেলে দিয়ে সন্দেশখালির মানুষের কাছে যাওয়ার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনে বসিরহাট জয়ের পর তিনি সন্দেশখালিতে যাবেন, এমনই বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো বসিরহাটের জনসভা থেকে। মঙ্গলবার বসিরহাটের মেরুদন্ডী স্লুইস গেটের হেলিপ্যাডের মাঠে তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলামের সমর্থনে নির্বাচনী জনসভায় সন্দেশখালির বিষয় নিয়ে বিজেপিকে এক হাত নিলেন তৃণমূলনেত্রী।

এদিন তিনি বলেন, “সন্দেশখালির আসল সত্য প্রকাশ হয়ে গেছে। তবুও সন্দেশখালিতে যা ঘটেছে তা নিয়ে আমি মর্মাহত। আমি জানি সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ, মিনাখাঁসহ সুন্দরবন সংলগ্ন মানুষের এমনিতেই প্রাকৃতিক দুর্যোগে দুর্ভোগের শেষ নেই। তারা সুনামি, আয়লা, বুলবুল, আমফান এর মত ঝড় ঝাপটা নিয়ে প্রতিকূল পরিবেশে লড়াই করে বেঁচে থাকে। তাও আমি সাধ্যমত চেষ্টা করি তাদের পাশে থাকার। কয়েক বছর আগেই হাসনাবাদের বনবিবির সেতু যেমন উদ্বোধন করে দিয়েছি। তেমনি হিঙ্গলগঞ্জে বনবিবি দেবীকে পুজো দিতে এসে ওখানকার মন্দিরটি সংস্কার করে দিয়েছি। ‌টাকিতে দুই বাংলার মিলনক্ষেত্রে দূর্গাপূজার বিসর্জন উৎসবের পরিবেশকে আরো সুন্দরভাবে উপভোগ করতে টাকিকে নতুনভাবে সাজানোর ব্যবস্থা করে দিয়েছি। আমি নিজে ইছামতিতে ঘুরে তীরবর্তী গ্রামের মানুষের সঙ্গে কথা বলেছি।”

উল্লেখ্য, এদিনের সভায় বসিরহাট লোকসভা এলাকার প্রত্যন্ত সুন্দরবন এলাকার হাজার হাজার কর্মী-সমর্থকরাও হাজির হযন। যার মধ্যে মহিলাদের সংখ্যা চোখে পড়ার মতো। এদিন সকাল থেকেই ইছামতি সহ বিভিন্ন নদীপথে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষ নৌকো ভুটভুটি করে তাঁদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে ও তাঁর বক্তব্য শোনার জন্য হাজির হন বসিরহাটের জনসভার মাঠে।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বসিরহাটের আরেকটি বৃহৎ শিল্প ইঁটভাটা নিয়েও তাঁর বক্তব্য তুলে ধরেন। বলাবাহুল্য, প্রায় ৫০০র কাছাকাছি ইঁটভাটা রয়েছে ইছামতি সংলগ্ন এলাকায়। যেখানে কাজ করেন প্রায় কয়েক লক্ষ শ্রমজীবী মানুষ। সুপ্রিম কোর্টের নির্দেশে এই ভাটা গুলি বন্ধ হওয়ার পথে চলে গিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা দু-তিন বছর ধরে সেগুলোকে বাঁচিয়ে রেখেছি।” তিনি ইঁটভাটা মালিকদের পরামর্শ দেন- “যে সমস্ত প্রয়োজনীয় ও আইনত কাজগুলি এই শিল্পের জন্য করা দরকার সেগুলি দ্রুত করে নিতে হবে। সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ, হাড়োয়া, মিনাখাঁর বিস্তীর্ণ এলাকায় যে মাছ চাষের ভেড়ি রয়েছে তা নিয়ে আমরা পলিসি করছি। যার ভেড়ি সে চাষ করবে। এছাড়া সেল্ফ হেল্প গ্রুপ এর মাধ্যমে এই ভেড়িতে মাছ চাষ করা যাবে। এর জন্য গভর্নমেন্টকে নির্দিষ্টভাবে রেভিনিউ দিতে হবে। সমস্ত ভেড়ির তালিকা করা হবে। কেউ কারো ভেড়ি কেড়ে নিয়ে চাষ করতে পারবে না।” আগেই বেআইনিভাবে দখল হয়ে যাওয়া ভেড়ির জমি প্রকৃত মালিকদের কাছে হস্তান্তরের উদ্যোগ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংশ্লিষ্ট ভূমি দপ্তরের আধিকারিকদের মাধ্যমে সেই জমি ফেরত দেওয়া হয়ে গেছে। এদিনের সভায় মেছো ভেড়ি নিয়ে এই ঘোষণায় সন্দেশখালি সহ বিস্তীর্ণ এলাকার ভেড়ি মালিকদের মুখে হাসি ফোটে।

মুখ্যমন্ত্রী এদিন জানিয়ে দেন, “কেন্দ্রের বকেয়া একশো দিনের কাজের টাকা না পেলেও রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে ৬৯ লক্ষ মানুষকে টাকা দিয়ে দিয়েছে। যারা এখনো পায়নি ভোটের পর বিডিওকে জানালেই হবে। এছাড়াও রাজ্য সরকারের উদ্যোগে ‘কর্মশ্রী’ প্রকল্পে নূন্যতম ৫০ দিন পর্যন্ত কাজ দেওয়া হবে জব কার্ড হোল্ডারদের। যারা পারবে তাদের ৬০ দিন পর্যন্ত কাজ নিশ্চিত হবে।” আবাস যোজনা নিয়ে তিনি বলেন, “চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ১১ লক্ষ বাড়ির টাকা দেওয়া হবে। আগামী দেড় বছরের মধ্যে সমস্ত বাড়িতে পানীয় জল পৌঁছে যাবে।” মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আরও একবার তাঁর বক্তব্যে উল্লেখ করেন, “আমার তৈরি করে দেওয়া ‘ইন্ডিয়া’ জোট ক্ষমতায় এলে এনআরসি, সিএএ বাতিল করাবো। একশো দিনের কাজ চালু করা হবে। মানুষের জন্য বিভিন্ন কাজ চালু হবে।”

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বিজেপি নয়, নির্দলের হয়েই লড়ছেন পবন সিং। এম ভারত নিউজ

স্বাভাবিক ভাবেই চাপে পড়েছে বিজেপি.....

You May Like

Subscribe US Now

error: Content Protected