পেট্রোল-ডিজেলের দাম কোথায় কতটা কমল ? জেনে নিন । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 36 Second

বিধানসভা নির্বাচন ২০২১ এর আগেই পেট্রোল-ডিজেলের দাম নিম্নগামী, স্বস্তি ফিরল সাধারণ মানুষের জীবনে। হাসি ফুটতে চলেছে মধ্যবিত্তের মুখেও। তথ্য বলছে ,২০২০ সালের ১৬ মার্চ শেষবার দাম কমেছিল পেট্রোল-ডিজেলের। সেই নিরিখে এক বছরেরও বেশি দিন পর দাম কমল পেট্রোল-ডিজেলের। আজ কলকাতায় পেট্রোলের দাম কমেছে বেশকিছুটাই ,যদিও তা পয়সার গণ্ডি ছাড়িয়ে টাকার ঘরে পৌঁছাতে পারেনি। গতকালই জনসভা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন ভোটের আগে পেট্রোপণ্যের দাম কমলেও ভোটের পরে তা ফের বাড়িয়ে দেবে কেন্দ্র সরকার । এখন শুধু ভোট কামানোর জন্যই দাম কমাবে ওরা । আর সে কথার বাস্তবায়ন হলো পরদিন সকালেই। আজ কলকাতায় পেট্রোল এবং ডিজেলের দাম কমেছে ১৭ পয়সা। কলকাতায় এদিন পেট্রোলের দাম দাঁড়িয়েছে ৯১ টাকা ১৮ পয়য়া। ডিজেলের দাম কমে দাঁড়িয়েছে ৮৪ টাকা ১৮ পয়সা। যদিও তাতে খুব একটা স্বস্তি ফোটেনি কলকাতাবাসীর জীবনে, কারণ গতকাল উভয় পেট্রোপণ্যের দাম ২৫ পয়সা বৃদ্ধি করা হয়েছিল আর আজ তার থেকে ১৭ পয়সা কমানো হলেও পরশু দিনের তুলনায় ৮ পয়সা বেশি দিতেই হচ্ছে প্রতি লিটার পেট্রোপণ্যের জন্য।

শুধু কলকাতায় নয় পাশাপাশি রাজধানী থেকে শুরু করে বড় বড় মেট্রোপলিটন সিটি তথা মুম্বাই, চেন্নাইয়েও দাম কমলো পেট্রোপণ্যের । দিল্লিতে আজ ১৮ পয়সা কমে পেট্রোলের দাম ৯০.৯৯ পয়সা, আর ১৭ পয়সা কমে ডিজেলের দাম ৮১ টাকা ৩০ পয়সা। মুম্বইয়ে ১৭ পয়সা কমে পেট্রোলের দাম ৯৭.৪০ পয়সা আর ১৮ পয়সা কমে ডিজেলের দাম ৮৮ টাকা ৪২ পয়সা। আর চেন্নাইয়ে ১৬ পয়সা কমে পেট্রোলের দাম ৯২ টাকা ৯৫ পয়সা আর ডিজেলের দাম ১৬ পয়সা কমে ডিজেলের বর্তমান দাম হল ৮৬ টাকা ২৯ পয়সা ।

Happy
Happy
0 %
Sad
Sad
33 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
33 %
Surprise
Surprise
33 %

Leave a Reply

Next Post

ফের লকডাউনের মুখে জার্মানি । এম ভারত নিউজ

করোনার নতুন স্টেনের ধাক্কাতে নতুন করে লকডাউন এর মুখে পড়ল জার্মানি । তথ্য বলছে আগামী ১৮ এপ্রিল পর্যন্ত লকডাউন থাকবে জার্মানিতে । যদিও প্রথমে ৫ ই এপ্রিল অব্দি ঘোষণা করা হয়েছিল এই লকডাউন, তবে করোনার বাড়বাড়ন্ত দেখে লকডাউন বাড়িয়ে দেওয়া হলো ১৮ এপ্রিল পর্যন্ত। জানা গিয়েছিল এই দ্বিতীয় স্টেন আগের […]

Subscribe US Now

error: Content Protected