এবার ট্রেন হোক বা স্টেশন, পরতেই হবে মাস্ক। মাস্ক ছাড়া দেখা গেলেই গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা। মাস্ক না পরার জন্য এবার ৫০০টাকা জরিমানা আদায় করবে বলে স্পষ্ট জানিয়ে দিল রেল। করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের গৃহীত প্রতিরোধমূলক ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে শনিবার ট্রেন ও স্টেশন চত্বরে মাস্ক পরার নিয়ম লঙ্ঘনকারীদের জন্য ৫০০ টাকা পর্যন্ত জরিমানার ঘোষণা করেছে। এর আগেই বিজ্ঞপ্তি জারি করে কলকাতা মেট্রো রেল জানিয়েছিল, মেট্রোয় বিনা মাস্কে ধরা পড়লে জরিমানা দিতে হবে। মেট্রো রেল চত্বরে মাস্ক ছাড়া কোনো যাত্রীকে দেখা গেলে বিপর্যয় মোকাবিলা আইন কার্যকর করে ওই যাত্রীর কাছ থেকে ২০০ টাকা জরিমানা আদায় করা হবে।
ভারতে করোনা সংক্রমণ বৃদ্ধির পিছনে যে কয়েকটি রাজ্যের ভূমিকা সব থেকে বেশি, তার মধ্যে উল্লেখযোগ্য মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, দিল্লি, ছত্তীসগঢ়, কর্ণাটক, হরিয়ানা, রাজস্থান, পঞ্জাব, কেরল, দিল্লি, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, গুজরাত, তেলঙ্গানা, উত্তরাখণ্ড, অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গ। তাই এই সব রাজ্যের স্টেশন ও ট্রেনগুলিতে বেশি গুরুত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রেলের তরফে। শুধু মাস্কই নয়, স্টেশনে কোথাও থুতু ফেললেও এবার হবে জরিমানা, এমনই নির্দেশিকা জারি করেছে রেল।