Read Time:1 Minute, 19 Second
আজ উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যের নিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিনে মাথায় হাত তৃণমূলের। উত্তরপ্রদেশের মোট ৪০৩ টি আসনের মধ্যে ২৬৮টি ভোটে এগিয়ে বিজেপি। তারপরেই রয়েছে এসপি ১৩০টি আসনে। ২ করে আসন পেয়েছে কংগ্রেস, বিএস্পি এবং অন্যান্য। পাঞ্জাবে ১১৭টি আসনের মধ্যে ৯২টি দখল করেছে আপ। এরপরেই রয়েছে কংগ্রেস, পেয়েছে ১৮টি আসন। অকালি ৪, বিজেপি ২ এবং অন্যান্য দল পেয়েছে ১টি। গোয়ায় এত প্রচেষ্টার পরেও সফল হতে পারেনি তৃণমূল। মাত্র ২টি আসন পেয়েছে। অন্যদিকে মোট ৪০ এর মধ্যে ২০ টিই পাচ্ছে বিজেপি। তারপরেই ১২টি আসনে রয়েছে কংগ্রেস। উত্তরাখন্ডে ৭০টির মধ্যে মোট ৪৮ টি আসনে এগিয়ে বিজেপি। ১৮টিতে কংগ্রেস এবং বিএসপি ও অন্যান্য ২ করে পাচ্ছে। মণিপুরেও ৩২ আসনে এগিয়ে বিজেপি। মোট ৬০টি আসনের মধ্যে ৭টি পাচ্ছে এনপিপি। জেডিইউ ৬, কংগ্রেস ৪ এবং অন্যান্য পাচ্ছে ১১টি আসন।