পঞ্চায়েত প্রার্থী কারা হবেন, জানিয়ে দিলেন অভিষেক। এম ভারত নিউজ

Mbharatuser

পঞ্চায়েত ভোটের আগে অভিষেক স্পষ্ট বার্তা…..

0 0
Read Time:2 Minute, 57 Second

“দল কারও পৈতৃক সম্পত্তি নয়। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা সিদ্ধান্ত নেবে সেই অনুযায়ী সকলকে চলতে হবে।” পঞ্চায়েত ভোটের আগে ভারচুয়াল বৈঠক থেকে কড়া বার্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। পঞ্চায়েত ভোটের আগে অভিষেক স্পষ্ট বার্তা, “পঞ্চায়েতের প্রার্থী হবে ইলেক্টেড, সিলেক্টেড নয়।” অর্থাৎ মানুষ যাকে চাইবে তিনিই প্রার্থী হবেন। আর নামের তালিকা চূড়ান্ত করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Politics_515

পঞ্চায়েত নির্বাচনের আগে সাংগাঠনিক জেলার সভাপতিদের নিয়ে ভারচুয়াল বৈঠক করেন অভিষেক। কেমন হবে পঞ্চায়েত ভোট, কীভাবে প্রার্থী নির্বাচন হবে, শান্তিপূর্ণ নির্বাচন করাতে তৃণমূলের ভূমিকা কী হবে, এদিনের বৈঠকে সেই রূপরেখা তৈরি করে দেন তিনি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায়, “২০১৮ আর ২০২৩ সালের পঞ্চায়েত ভোটে অনেক ফারাক৷ অনেক পার্থক্য থাকবে। বিধায়ক- সাংসদ বাছাইয়ের মতো করে ভোট হবে এই পঞ্চায়েতে। রাজনৈতিক সবকটি দল গণতান্ত্রিক ভাবে প্রার্থী, মনোনয়ন দেবে।

দলীয় প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও নিয়ম বেঁধে দেন সাংসদ। অভিষেক জানিয়েছেন, “গায়ের জোরে প্রার্থী নয়। মানুষ যাকে চাইবে তাঁকেই প্রার্থী। প্রত্যেকে নাম পাঠান। সকলের সঙ্গে আলোচনা করে নাম পাঠান। এমন কিছু নাম এসেছে যাদের বিরুদ্ধে মানুষের ক্ষোভ আছে। দল তাঁদের প্রার্থী করবে না। করে খাওয়ার জায়গা পঞ্চায়েত নয়।”

১০০ দিনের কাজে বাংলাকে বঞ্চনা নিয়েও এদিন ভোকাল টনিক দেন অভিষেক। আমজনতার কাছে সেই বঞ্চনার খতিয়ান তুলে ধরার নির্দেশও দেন। অভিষেকের কথায়, “বাংলা একমাত্র রাজ্য, যার সাথে বঞ্চনা করা হচ্ছে। মানুষের কাছে গিয়ে বোঝান, বিজেপি হেরে গিয়ে টাকা আটকে রেখেছে।”

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বড় খবর: জাতীয় দলের মর্যাদা হারাল তৃণমূল! এম ভারত নিউজ

২০১৬ সালের সেপ্টেম্বরে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অরুণাচল ও মনিপুর প্রদেশে রাজ্য পর্যায়ের...

You May Like

Subscribe US Now

error: Content Protected