রেখা শর্মার বিরুদ্ধে মহুয়ার মৈত্রের ‘পাজামা’ মন্তব্যে নয়া মোড়। অবস্থান স্পষ্ট করার নির্দেশ দিয়ে দিল্লি পুলিশকে নোটিশ জারি করল আদালত। জাতীয় মহিলা কমিশনের চেয়ার পার্সন রেখা শর্মাকে নিয়ে কৃষ্ণনগর সাংসদের করা মন্তব্যের পরিপ্রেক্ষিতে ঘটনার সূত্রপাত। মহুয়া মৈত্রের সেই মন্তব্যকে মর্যাদাহানি করার মত বলে অভিযোগ তুলে দিল্লি পুলিশের কাছে এফআইআর দায়ের করা হয়। তৃণমূল সাংসদ তাঁর বিরুদ্ধে করা এফআইআর খারিজের আবেদন জানিয়ে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করেন। সেই মামলায় শুক্রবার বিচারপতি নীনা বনসল কৃষ্ণ এই নির্দেশ জারি করেন। আগামী ৬ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে।
এ দিন মহুয়া মৈত্রের আইনজীবী ইন্দিরা জয়সিংহ হাইকোর্টে অভিযোগ করেছিলেন, পুলিশের কাছে লিখিত আবেদন করা সত্ত্বেও, তাঁকে এফআইআরের কোনও প্রতিলিপি দেওয়া হয়নি। এরপরে, দিল্লি পুলিশের আইনজীবী এফআইআরের একটি প্রতিলিপি ইন্দিরাকে হস্তান্তর করেন। তাতে দেখা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার ৭৯ ধারায় মহুয়ার বিরুদ্ধে মামলা করেছে।