0
0
Read Time:1 Minute, 9 Second
করোনায় আক্রান্ত হয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । বেশ কিছুদিন হাসপাতালে চিকিৎসার পর কোভিড রিপোর্ট নেগেটিভ আসায় বাড়ি ফেরেন তিনি। ডাক্তারি পরামর্শ মেনে হোম আইসোলেশনেই ছিলেন অমিত শাহ। ফের অসুস্থ অমিত শাহ। রাতেই তাঁকে ভর্তি করা হয়েছে দিল্লির এইমস হাসপাতালে। সেখানেই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এইমস সূত্রে খবর, চিকিৎসকদের তত্ত্বাবধানে হাসপাতাল থেকেই কাজ করছেন তিনি। গত ৩ থেকে ৪ দিন ধরেই তাঁর হাতে পায়ে যন্ত্রণা হচ্ছিল। সঙ্গে অবসাদও ছিল। গতকাল সোমবার রাতে তাঁকে ফের এইমস হাসপাতালে ভর্তি করা হয়। তবে এখন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল আছে ।