প্রায় সবসময়ই বেফাঁস মন্তব্যের জেরে শিরোনামে থাকেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সে দুধে সোনার প্রসঙ্গই হোক অন্য কিছু। ভোটের মুখে বিতর্কিত মন্তব্যের জেরে আবারও বিতর্কের শীর্ষে দিলীপ ঘোষ। এবার নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে তিনি সরাসরি কুরুচিকর ভাষায় আক্রমন করলেন মুখ্যমন্ত্রী তথা তৃনমুল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে।
এদিক তৃনমূলের তরফ থেকে তাদের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে পোস্ট করা হয় একটি ভিডিও। সেখানে কোনো একটি সভায় দিলীপ ঘোষকে বলতে শোনা যায় ” প্লাস্টার কাটা হয়ে গেল, ক্রেপ ব্যান্ডেজ বাঁধা হয়ে গেছে আর পা তুলে তুলে সবাইকে দেখাচ্ছেন। শাড়ি পরে আছেন, একটা পা ঢাকা, একটা পা খোলা, এরকম শাড়ি পড়তে দেখিনি, যদি পা টা বার করে রাখবেন, তাহলে শাড়ি কেন বারমুডা পরতে পারেন, তাহলে পরিষ্কার দেখা যায়, কত নাটক দেখব আর”।
পোস্টটিতে তৃনমুলের তরফে লেখা হয় “এরকম কুরুচিকর মন্তব্য দিলীপ বাবু ছাড়া আর কারও কাছ থেকে প্রত্যাশিত নয়! একজন মহিলা মুখ্যমন্ত্রীর নামে এইরকম নিন্দনীয় ভাষা প্রয়োগ প্রমাণ করে যে বাংলার বিজেপি নেতারা মহিলাদের সন্মান করে না।”
এই মন্তব্যের প্রতিবাদ করে তৃনমূল মুখপাত্র কুনাল ঘোষ বলেন ” অবিলম্বে দিলীপ ঘোষের উচিত নিজের বক্তব্য প্রত্যাহার করা এবং মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চাওয়া, একজন মহিলা রাজনীতিকে এরকম ভাষায় অপমান করাটা সত্যিই নিন্দনীয়। এই মন্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি।”
যদিও বিজেপির তরফ থেকে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি এ ব্যাপারে। তবে ভোটের মুখে দিলীপ ঘোষের এহেন মন্তব্যে যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির, তেমনটাই মমে করছেন বিশেষজ্ঞদের একাংশ।