বিগত বেশ কিছুদিন ধরেই মেহুল চোকসিকে নিয়ে সরব হয়েছে ডোমিনিকা। এবার মেহুল চোকসি যে ভারতের নাগরিক, তা স্বীকার করল তারা। সেদেশের প্রধানমন্ত্রী রুজভেল্ট স্কেরিট জানিয়েছেন মেহুল চোকসির ব্যাপারে কী পদক্ষেপ গ্রহণ করবে ডোমিনিকা সে সিদ্ধান্ত নেবে আদালত।তবে বিচারের অপেক্ষায় থাকা পলাতক হীরে ব্যাবসায়ীর অধিকার যাতে ক্ষুন্ন না হয় সেদিকে নজর রাখবে সরকার। স্কেরিট বলেন “এই ভারতীয় নাগরিকের বিষয়টি আদালতের হাতে। আদালত সিদ্ধান্ত নেবে যে তার কী হবে। আমরা আদালতের প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে হয় তা দেখব। তার অধিকারের প্রতি সম্মান রেখেই সবকিছু করা হবে। এখনও পর্যন্ত তাই করা হয়েছে। অ্যান্টিগায় বা ভারতে তার সঙ্গে কী হয়েছে তা নিয়ে আমাদের কোনও আগ্রহ নেই। একটি সম্প্রদায়ের অংশ হিসেবে আমাদের কিছু দায়িত্ব রয়েছে, সেগুলি আমরা পালন করব।” ডোমিনিকান প্রধানমন্ত্রীর এহেন বক্তব্যের পর আপাতত জোরালো হচ্ছে চোকসির ভারতে ফেরার জল্পনা।যদিও এই মুহুর্তে অ্যান্টিগাতেও মামলা চলছে মেহুল চোকসির বিরুদ্ধে। সেই কারণেই তাঁকে এত সহজে হাতে পাবে কিনা ভারত তা নিয়ে রয়েছে সংশয়।
দেশে ফিরবেন চোকসি ? ডোমিনিকা সরকারের বক্তব্যে জল্পনা তুঙ্গে । এম ভারত নিউজ
Read Time:1 Minute, 49 Second