বিমল গুরুংয়ের ফিরে আসায় পাল্টে গিয়েছে পাহাড়ের রাজনৈতিক সমীকরণ। তাই এবার বিমল গুরুং এবং বিনয় তামাং দ্বৈরথের আগুনে জল ঢালতে সক্রিয় হলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩ নভেম্বর নবান্নে বিনয় তামাং ও অনীত থাপাকে ডেকে পাঠালেন মমতা। এমনিতেই বিমল বিরোধী সভাতে উত্তপ্ত পাহাড়ের মাটি।

প্রায় তিনবছর নিখোঁজ থাকার পর পঞ্চমীর সন্ধ্যায় আচমকাই কলকাতায় হাজির হন বিমল গুরু। সাংবাদিক বৈঠক করে মমতার হাত ধরার জল্পনা উস্কে দেন। তারপর থেকেই বিমল বিরোধী ইস্যুতে তপ্ত হয়ে উঠছে পাহাড়। এবার সেই আগুন জল ঢালতে এগিয়ে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সামনেই নির্বাচন। তার আগে ভোটব্যাঙ্ক বাড়াতে গেলে পাহাড়ের বিমল-বিনয় দ্বৈরথ থামানো ছাড়া আর কোনও উপায় দেখছে না তৃণমূল। কারণ পাহাড়ে বিমল সমর্থনকারীর সংখ্যাও বেশ বড় অঙ্কের। তাই দুইগোষ্ঠীকে মেলাতে আসরে নামছেন মুখ্যমন্ত্রী। এখন দেখার মুখ্যমন্ত্রীর কথায় কতটা বরফ পড়ে পাহাড়ে।