সারা দেশের অবস্থা স্থিতিশীল, মানুষজন আবার আগের মতোই জীবনযাপন শুরু করে দিয়েছে । কিন্তু করোনা সংক্রমণ দিনের পর দিন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে । করোনার সেকেন্ড ওয়েভে ২৪ ঘন্টায় প্রায় ৯০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে| দৈনিক মৃত্যুর সংখ্যা ৭১৪ জন| স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১কোটি ২৩ লক্ষ ৯২ হাজার ২৬০ জনে দাঁড়িয়েছে| আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১লক্ষ ৬৪ হাজার ১১০ জন|ফেব্রুয়ারী মাস থেকে প্রতিটি রাজ্যে সংক্রমণের মাত্রা হু হু করে বাড়তে থাকে|সুতরাং, করোনা পরিস্থিতির ভয়াবহ মাত্রা রুখতে কি ফের জারি হবে লকডাউন? ইতিমধ্যেই মহারাষ্ট্রের বেশ কিছু জায়গায় হালকা লকডাউন জারি হয়েছে| গত বছরও করোনা পরিস্থিতি মোকাবিলা করতে লকডাউন জারি করেছিল সরকার কিন্তু তা সত্ত্বেও রিপোর্টে দেখা গিয়েছে – ২০২০ সালের লকডাউনেও হু হু করে করোনা সংক্রমণ বাড়ছিল, যদি লকডাউন জারি করা না হতো তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিত| গত ২৪ ঘন্টায় করণামুক্ত হয়েছেন ৪৪ হাজার ২০২ জন, এবং দেশে সুস্থতার হার ৯৩. ৩৬ জন| যদিও করোনা প্রতিরোধের জন্য ভ্যাকসিন দেওয়া হচ্ছে, টেস্টিং ও আইসোলেশন এর ব্যবস্থাও রয়েছে| সাধারণ মানুষকে আরও বেশি সচেতন হতে হবে, মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করতে হবে নয়তো বিপদের মাত্রা দ্বিগুন বাড়বে|
করোনার দ্বিতীয় ওয়েভ রুখতে কি তবে ফের জারি হবে লকডাউন ? । এম ভারত নিউজ
Read Time:2 Minute, 8 Second