মেয়েদের বিশ্বজয়! আহমেদাবাদে ম্যাচ দেখার আমন্ত্রণ বোর্ড সচিবের। এম ভারত নিউজ

Mbharatuser

বাড়ির সমস্ত কাজ সেরে টিভির সামনে বসেছিলেন রিচা ঘোষের মা স্বপ্না ঘোষ। শিলিগুড়ি শহরের হাতি মোড়ের বাড়িতে কখনও হাততালি তো কখনও উদ্বেগ।

0 0
Read Time:4 Minute, 38 Second

মহিলাদের অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের জন্য ৫ কোটি টাকা পুরস্কার ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। পাশাপাশি শেফালি বর্মার দলকে ১ ফেব্রুয়ারি ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়েছেন বোর্ড সচিব জয় শাহ। রবিবার ফাইনালে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে মহিলাদের প্রথম অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরই শেফালিদের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। এদিন টুইটে জয় শাহ লেখেন, “ভারতে মহিলাদের ক্রিকেটের উন্নতি হচ্ছে। বিশ্বকাপ জয় মহিলাদের ক্রিকেটের মর্যাদা আরও বাড়িয়ে দিল।”

সাজঘরে ফিরে গোটা দল মেতে উঠল বলিউডি গানে। ‘কালা চশমা’ গানের তালে নাচতে দেখা যায় শেফালি বর্মা, রিচা ঘোষ, তিতাস সাধুদের। ভাল খেলেন সৌম্যা তিওয়ারি এবং গঙ্গোডি তৃষা। ম্যাচের পর কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন শেফালি। শেফালি বলেন, “যে ভাবে দলের প্রত্যেকে একে অপরের পাশে দাঁড়িয়েছে এবং প্রতিযোগিতা জুড়ে খেলেছে, তাতে আমি প্রচণ্ড খুশি।”

সকালেই বাড়ির সমস্ত কাজ সেরে টিভির সামনে বসেছিলেন রিচা ঘোষের মা স্বপ্না ঘোষ। শিলিগুড়ি শহরের হাতি মোড়ের বাড়িতে কখনও হাততালি তো কখনও উদ্বেগ। এবং শেষে উচ্ছ্বাস আর আবেগ। ভারতের জয়ের পরে উল্লাসে ফেটে পড়লেন বাড়ির সবাই। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন রিচার মা। খানিক পরেই শুরু হল মিষ্টি বিলির পর্ব। দলেরই ব্যাটার হৃষিতা বসুর ঘরেও একই ছবি। ম্যাচ শেষ হওয়ার পরেই উচ্ছ্বাসে ফেটে পড়েন পড়শিরা। রবিবার ম্যাচের আগে মা মালবিকা বসুর সঙ্গে কথা হয়েছে হৃষিতার। ম্যাচ শেষের পর মা বলেন, “মেয়ে তো মোটামুটি নিশ্চিতই ছিল যে, ওরাই চ্যাম্পিয়ন হবে। মেয়ের আত্মবিশ্বাস দেখে সত্যিই ভাল লাগছিল।”

মহিলাদের অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এ বারই প্রথম এই প্রতিযোগিতার আয়োজন করেছে আইসিসি। রবিবার ফাইনালে শেফালি বর্মারা ৭ উইকেটে হারালেন ইংল্যান্ডকে। প্রথম ব্যাট করে ইংল্যান্ড ১৭.১ ওভারে করে ৬৮ রান। জবাবে ভারত ১৪ ওভারে করে ৩ উইকেটে ৬৯ রান। চার ওভার বল করে ৬ রান দিয়ে ২ উইকে়ট নিয়ে ফাইনালের সেরা হয়েছেন বাংলার জোরে বোলার তিতাস সাধু।

বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা বার্তা ভেসে আসে শেফালি, তিতাস,হৃষিতাদের জন্য। টুইটে কোহলি লেখেন, “অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন! কী অসাধারণ একটা মুহূর্ত! মহিলা ক্রিকেটারদের অনেক শুভেচ্ছা।” রোহিত শর্মা লিখেছেন, “অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে বিশ্বকাপ জেতার জন্য অনেক অভিনন্দন। দেশকে গর্বিত করেছো তোমরা।” কেএল রাহুল লিখেছেন, “অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে কী অসাধারণ খেলল মেয়েরা। দক্ষতা এবং দায়বদ্ধতার চূড়ান্ত উদাহরণ। অভিনন্দন।”

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

'প্রয়োজনে বীরভূম আমিই দেখব', কেষ্টর অনুপস্থিতিতে হুঁশিয়ারি মমতার। এম ভারত নিউজ

জমি বিতর্কের মাঝেই নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাড়িতে যান মুখ্যমন্ত্রী।

Subscribe US Now

error: Content Protected