রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কাজ করতে আসা পরিযায়ী শ্রমিকদের জন্য এবার কলকাতায় তৈরি হবে আবাসন। এদিন বড়সড় ঘোষণা করলেন আবাসন মন্ত্রী ফিরহাদ হাকিম। কলকাতায় কাজের জন্য আসা পরিযায়ী শ্রমিকদের জন্য তৈরি করা হবে ‘শ্রমিক আবাসন’। ফিরহাদ হাকিম জানান যে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আবাসনের জন্য জমি খোঁজার কাজ। তিনি আরও বলেন রেল মন্ত্রক এবং বন্দর কর্তৃপক্ষের কাছেও জমির আবেদন করেছে রাজ্য সরকার ।

সদ্য আবাসন দপ্তরের দায়িত্ব পাওয়া ফিরহাদ হাকিম বলেন, “রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা শ্রমিকদের কে ঠিকাদার সংস্থাগুলি ফুটপাথে ঝুপড়ি তৈরি করে থাকার ব্যবস্থা করে। এর ফলে শ্রমিকদের অস্বাস্থ্যকর পরিবেশে থাকতে হয়। তাই শ্রমিকদের কথা ভেবে শ্রমিকদের আবাসন তৈরি করতে চায় আবাসন দপ্তর।” তিনি আরও বলেন “এই শ্রমিক আবাসনগুলির ভাড়া ঠিকাদারি সংস্থাকেই দিতে হবে। ঠিকাদারি সংস্থাগুলি নিজেদের তত্বাবধানেই এই আবাসনে রাখবে শ্রমিকদের। কাজ শেষ হলে সেই আবাসনগুলিকে আবাসন মন্ত্রকের হাতে তুলে দিতে হবে”। আবাসন দপ্তরের এই সিদ্ধান্তে দিনের পর দিন অস্বাস্থ্যকর পরিবেশে আর থাকতে হবেনা পরিযায়ী শ্রমিকদের । যার জেরে কার্যতই খুশির হাওয়া বইছে শ্রমিক মহলে।
শুধু এই ই নয়, এদিন আবাসন দপ্তর সূত্রে জানানো হয় যে রাজ্যজুড়ে বহু জায়গায় পড়ে রয়েছে একাধিক সরকারি আবাসন। সেগুলির ভাড়া এতই কম যে রক্ষণাবেক্ষণের কাজে ক্ষতির মুখেই পড়তে হয় সরকারকে। আবাসন দপ্তর সূত্রে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ওই আবাসন গুলিকে অতি অল্প টাকায় বিক্রি করা হবে বাসিন্দাদেরকেই। রাজ্যের সরকারি বাজার গুলিকেও ঢেলে সাজানোর কথা এদিন ঘোষণা করেন ফিরহাদ হাকিম