১২ ভাই-বোনের বিস্ময়কর বিশ্ব রেকর্ড। কীভাবে? জানুন। এম ভারত নিউজ

admin

১২ ভাই-বোনের এক বিস্ময়কর বিশ্বরেকর্ড।

0 0
Read Time:2 Minute, 56 Second

১২ ভাই-বোনের এক বিস্ময়কর বিশ্বরেকর্ড। একই পরিবারের জীবিত ভাইবোনদের সর্বাধিক সম্মিলিত বয়সের জন্য ইতিমধ্যেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম উঠল তাদের। জীবিকার জন্য এই ১২ ভাইবোন একেক জন বিশ্বের একেক প্রান্তে থাকেন। তবে বছরে অন্তত তিনবার বড় বড় ছুটিতে তাদের একে অপরের সঙ্গে দেখা হয়।

বর্তমানে এই পরিবারের সদস্যরা কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সুইজারল্যান্ডের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকলেও, তাদের প্রত্যেকেরই জন্ম হয়েছিল পাকিস্তানের করাচিতে। বাবা মাইকেল ও মা সিসিলিয়া ডি’ক্রুজ। ২০২১ সালে বিশ্বরেকর্ডের তালিকায় স্থান পায় ডি’ক্রুজ পরিবার। ২০২১ সালের ১৬ ডিসেম্বর তাদের নাম নথিভুক্ত করেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। এই রেকর্ড গড়ার পর তারা জানিয়েছেন এটা তাদের জীবনের অন্যতম প্রধান স্বীকৃতি।

ডি’ক্রুজ পরিবারের নয় বোন এবং তিন ভাই-এর সবার বড় ডোরেন লুইস জন্মেছিলেন ১৯২৩ সালের ২৩ সেপ্টেম্বর। তারপর একে একে জন্মান প্যাট্রিক ডিক্রুজ (জন্ম – ৩০ সেপ্টেম্বর, ১৯২৫), জেনেভিউ ফ্যালকাও (জন্ম – ৪ জুলাই ১৯২৭), জয়েস ডিসুজা (জন্ম – ২ মার্চ, ১৯২৯), রোনাল্ড ডি’ক্রুজ (জন্ম – ২৪ অগাস্ট, ১৯৩০), বেরিল কনডিল্যাক (জন্ম – ২৬ আগস্ট ১৯৩২), জো ডি’ক্রুজ (জন্ম – ১৯ জুন, ১৯৩৪), ফ্রান্সেসকা লোবো (জন্ম: ১৭ সেপ্টেম্বর ১৯৩৬), আলথেয়া পেকাস (জন্ম – ২৭ জুলাই, ১৯৩৮) ), টেরেসা হেডিঞ্জার (জন্ম ৯ জুন, ১৯৪০), রোজমেরি ডিসুজা (জন্ম ৩০ মার্চ ১৯৪৩) এবং সবার শেষে ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জন্মেছিলেন ইউজেনিয়া কার্টার। এই পরিবারের আগে এই রেকর্ড ছিল যুক্তরাজ্যের একটি পরিবারের। ১৩ ভাই-বোনের বয়স ছিল এক হাজার ৭৩ বছর। ১৩ ভাইবোন ছাড়াও, তাদের পরিবারে প্রায় ২০০ জন নাতি-নাতনি ছিল। তারা রেকর্ডটি করেছিল ২০১৭ সালে।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

মুক্তি পেল স্বতন্ত্র বীর সাভারকর-এর টিজার। এম ভারত নিউজ

ভিডি সাভারকরের ১৪০ তম জন্মবার্ষিকীতে মুক্তি পেল তাঁকে নিয়ে তৈরি হওয়া ছবির টিজার।

You May Like

Subscribe US Now

error: Content Protected