মুখ্যমন্ত্রী হিসেবে যোগী আদিত্যনাথই ‘ফার্স্ট চয়েস’ শাহের । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:3 Minute, 11 Second

আর কয়েক মাসের অপেক্ষা, তারপরেই উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের ময়দানে নামতে চলেছে বিজেপি। উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনকে আপাতত বড় চ্যালেঞ্জ হিসাবেই দেখছে বিজেপি। তাই আসন্ন নির্বাচনের প্রচার ব্যবস্থা পরিদর্শন করতে দু’দিনের সফরে উত্তর প্রদেশ পাড়ি দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দলীয় সূত্রে খবর, দু’দিনের এই সফরে দলের কর্মীদের সঙ্গে তিনি আসন্ন নির্বাচনে দলের প্রচার পরিকল্পনা নিয়েই আলোচনা সারবেন। করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় উত্তরপ্রদেশে গঙ্গায় মৃতদেহ ভাসাকে কেন্দ্র করে শোরগোল উঠেছিল গোটা দেশে। যার জেরে কিছুটা চাপের মুখেই পড়তে হয়েছিল মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। এমনকি এই কর্মকাণ্ডের জেরে দূরত্ব তৈরি হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও। কিন্তু নির্বাচন এগিয়ে আসতেই সেই দূরত্ব ভুলে কার্যত একই সাথে মাঠে নেমে পড়েছেন যোগী ও শাহ।

এই নির্বাচনেও যে যোগী আদিত্যনাথই মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর প্রথম পছন্দ এবিষয়ে বলতে গিয়ে অমিত শাহ বলেন, “যদি ২০২৪ সালে আপনারা প্রধানমন্ত্রী পদে পুনরায় নরেন্দ্র মোদীকেই বসাতে চান, তবে ২০২২ সালে যোগী আদিত্যনাথকে মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নিন। আমরা একসঙ্গে মিলে উত্তর প্রদেশকে এক নম্বর রাজ্যে পরিণত করব। উত্তর প্রদেশের সমর্থন ছাড়া কেন্দ্রে সরকার থাকতে পারে না। ২০১৪ ও ২০১৯ সালে নরেন্দ্র মোদীর সরকারকে বেছে নেওয়ার কৃতিত্বও উত্তর প্রদেশের মানুষদেরই।”

এই শুক্রবার বারাণসীর দীনদয়াল হস্তকলা সংকুলে একটি দলীয় বৈঠক সারবেন অমিত শাহ। সেই বৈঠকে মূলত নির্বাচনী পরিকল্পনা এবং এই মুহূর্তে দলের প্রস্তুতিই খতিয়ে দেখবেন তিনি। বারাণসীর সমস্ত মন্ত্রী ছাড়াও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কেন্দ্রীয় মন্ত্রী তথা উত্তর প্রদেশের নির্বাচনী পর্যবেক্ষক ধর্মেন্দ্র প্রধান এবং বিজেপি নেতা সুনীল বনসল ও স্বতন্ত্র দেব সিংও এই বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। এই বৈঠক চলবে টানা চার ঘণ্টা ধরে। এছাড়াও অন্যান্য কর্মসূচিতেও

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ভাসছে তামিলনাড়ু, জেলায় জেলায় জারি লাল সতর্কতা । এম ভারত নিউজ

নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টি। আর তিনদিনের এই লাগাতার বৃষ্টিতে কার্যত ভাসছে তামিলনাড়ু। এখনও পর্যন্ত জলের তলায় তামিলনাড়ুর বেশিরভাগ রাস্তাঘাট। এই ভারী বৃষ্টির জেরে তিনদিন ধরে ব্যাহত বিমান পরিষেবা। এই প্রাকৃতিক দুর্যোগ এখনও পর্যন্ত প্রাণ গিয়েছে ১২ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে এমনই আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বর্তমানে […]

Subscribe US Now

error: Content Protected