মা উড়ালপুলের সঙ্গে সম্পর্ক নেই যোগীর, ক্ষমা চাইলো মিডিয়া । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 49 Second

রবিবাসরীয় সকাল বেশ জমে উঠেছিলো উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নিয়ে। উল্লেখ্য সংবাদ পত্রে একটি ছবিতে যোগীর সামনেই জ্বলজ্বল করছে মা উড়ালপুলের ছবি। নিজের রাজ্যের উন্নয়নের ছবি তুলে ধরতে মমতার উন্নয়নকে কাজে লাগানোয় যোগী সরকার বিদ্রুপের পাত্র হয়। কিন্তু সব জল্পনায় জল ঢেলে আজ সেই বিশিষ্ট পত্রিকার জানায়, এটি প্রিন্টিং মিসটেক। যার জেরে এক ছবির নিচে অন্য ছবি ছাপানো হয়েছে। নিজেদের অনিচ্ছাকৃত কর্মের জন্য তারা ক্ষমা চায়। উল্লেখ্য যোগীর ছবিতে বাংলার মেয়ের উন্নয়নের নিদর্শন দেখে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় বললেন, রাজ্যে ডবল ইঞ্জিন প্লান্ট স্থাপন করতে না পেরে এখন মা উড়ালপুলের ছবি চালাতে হচ্ছে। যোগীর উচিত হাত জোর করে মমতাকে অনুসরণ করা। আরেক হেভি ওয়েট ফিরহাদ হাকিম বলেছেন,বিজেপি চোর আর মিথ্যাবাদীর দল। তৃণমূলের সাংসদ সুখেন্দু শেখর রায় বলছেন, ইউপি তে আদ্যোপান্ত জালিয়াতি।এর আগে দাঙ্গার ছবি পোস্ট করে লোক হাসিয়েছিল সরকার। এবার নতুন বিতর্কের জন্ম দিল। শুধু তৃণমূল নয় বিরোধী কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বিজেপির লোক দেখানো উন্নয়নকে বিদ্রুপ করেছেন।

কিন্তু এত তামাশার পরেও চিঁরে ভিজলো না। জানা গেলো এই ছবি নাকি সংবাদ মাধ্যমের অনিচ্ছাকৃত ভুল।বিজ্ঞাপন বিভাগের অসাবধানতার জন্যই এমনটা ঘটেছে। আর এই খবর শোনামাত্রই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন,দেউলিয়া সরকারের মডেল দেখাতে হবে এমন দুর্ভাগ্য হয়নি যোগী সরকারের। এটি আসলে একটি ছোট ভুল সেটাকেই রাজনৈতিক প্রোপাগান্ডা হিসেবে কাজে লাগানো হচ্ছে। বিজেপি নেতা অমিত মালব্য টুইট করে খোঁচা দিয়েছেন, বিরোধীদের অতি উৎসাহে সংবাদ মাধ্যম জল ধেলের দেওয়ার জন্য।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ম্যানচেস্টার টেস্ট বাতিল নিয়ে মুখ খুললেন গাভাস্কার । এম ভারত নিউজ

ম্যানচেস্টার টেস্ট বাতিল হয়েছে ইতিমধ্যেই। আর এই খবর প্রকাশে আসামাত্র তীব্র জলঘোলা শুরু হয়েছে ইতিমধ্যেই। ভারতীয় দলের সহকারী ফিজিওথেরাপিস্ট যোগেশ পারমার করোনা আক্রান্ত হয়েছিলেন কিছুদিন আগেই । আর তারপর থেকেই খবরের শিরোনামে বারবার উঠে আসতে দেখা গেছে এই বিষয়টিকে। কখনও বলা হয়েছে করোনা আক্রান্ত না হলে টেস্ট ম্যাচের আয়োজন করা […]

Subscribe US Now

error: Content Protected