আপনি নামে যোগী কাজে ভোগী : মমতা । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 39 Second

আজ বৃহস্পতিবার বারাণসীতে সভা ছিল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । সেখানেই তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি সমর্থকেরা । সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের সমর্থনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র বারাণসীতে সভা করতে যান মমতা । সেখানে গিয়ে বিজেপির বিরুদ্ধে সোচ্চার হন তিনি । পাশাপাশি তিনি বলেন “কাল কয়েকজন বিজেপি (BJP) কর্মী আমার গাড়ি আটকেছিল। আমার গাড়িতে ধাক্কা মেরেছিল। আমাকে বলেছিল ফিরে যান। তখনই আমি বুঝেছি ওরা যাচ্ছে। ওদের বিদায় হচ্ছে। ওদের হার নিশ্চিত। আমি ভয় পাই না। আমি লড়তে জানি। সিপিএম আমাকে অনেক মেরেছে। গুলি চালিয়েছে। আমি মাথা নত করিনি। বিজেপি হারছে। এই মেসেজ খুব স্পষ্ট। আমাকে ভয় পেলে একবার নয়, হাজারবার আসব।, কাল আমাকে যেভাবে আপমান করা হয়েছেন, এর উত্তর মা-বোন দেবেন। ” এমনকি এদিন বিজেপির সিগনেচার ‘জয় শ্রীরাম’ স্লোগান নিয়েও বিজেপির বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ তোলেন তিনি । এই প্রসঙ্গে তাঁর মন্তব্য, বিজেপি নেতারা ‘জয় শ্রীরাম’ বলেন, কিন্তু মা সীতার নাম মুখে আনেন না। তাঁকে কিছুতেই দুর্বল করা যাবেনা, সিপিএমের প্রসঙ্গ টেনে মমতা এমনই আভাষ দেন বিরোধিপক্ষকে । পাশাপাশি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আমাকে গুন্ডাগিরি দেখাবেন না যোগীজি। আপনি বড় সন্ন্যাসী সাজেন। সন্ন্যাসী তাঁরাই যাদের সম্মান থাকে। আপনি সন্ন্যাসী নন। আপনি সন্ন্যাসীদের অপমান করছেন।” উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে বাংলার মুখ্যমন্ত্রীর কটাক্ষ, “আপনি নামে যোগী কাজে ভোগী”। এছাড়াও ইউক্রেন প্রসঙ্গেও সরকারকে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল নেত্রী ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

সাময়িক বিরতি ইউক্রেন-রাশিয়া যুদ্ধে । এম ভারত নিউজ

ইউক্রেন রাশিয়ার সংঘাতে সাময়িক বিরতি। গ্রিন করিডর তৈরি করার ঘোষণা। গ্রিন করিডর দিয়েই যুদ্ধস্থলে আটকে পড়া মানুষদের বের করে আনা হবে বলেই জানা গিয়েছে। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ থামাতে তৎপর গোটা বিশ্ব। ইতিমধ্যেই ইউক্রেনে বিস্ফোরণ ঘটানোর কথা অস্বীকার করেছে রাশিয়া। এই পরিস্থিতিতে সাময়িক যুদ্ধবিরতিও যেন কিছুটা আশার আলো দেখাচ্ছে ইউক্রেনবাসীকে।

Subscribe US Now

error: Content Protected