২৫ জানুয়ারি প্রতি বছর নির্বাচন কমিশনের প্রতিষ্ঠা দিবসে জাতীয় ভোটার দিবস পালন করা হয়। সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। ভোটারদের সুবিধার্থে নির্বাচন কমিশন এবার উন্নত প্রযুক্তির ‘রিমোট ভোটিং’-এর বন্দোবস্ত করেছে। এদিন জাতীয় ভোটার দিবসে নতুন প্রযুক্তিতে ‘রিমোট ভোটিং’- এর কথা প্রকাশ্যে আনেন মুখ্য নির্বাচন কমিশন সুনীল আরোরা। এর দরুন এবার ভোটে যে কোনো রাজ্যে থেকেই ভোটাররা ভোট দিতে পারবে। আর ভোট দিতে কেন্দ্রে যাওয়ার প্রয়োজন হবে না। যার মহড়া কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে।

‘রিমোট ভোটিং’ নিয়ে কাজ করছে IIT-Chennai। এই প্রযুক্তির জন্য সুবিধা হবে একাধিক ভোটারদের। এছাড়াও যারা কেন্দ্র পর্যন্ত যাওয়ার কারণ বশত ভোট দিতে আসেননা, তারাও ভোট দিতে আগ্রহী হবেন। ভোটের সময় বহু মানুষ পড়িমড়ি ছুটে আসে নাম নথিভুক্ত করা কেন্দ্রে ভোট দেওয়ার জন্য। এই সমস্ত সমস্যা দূর করতেই নির্বাচন কমিশন ‘রিমোট ভোটিং’-এর পদক্ষেপ নিতে চলেছে।
এছাড়াও পোস্টাল ব্যালেটের কথাও চিন্তাভাবনা করা হচ্ছে কর্মসূত্রে বা পড়াশোনার জন্য বিদেশে রয়েছেন এমন ভারতীয়দের জন্য। কমিশনের তরফ থেকে এই বিষয়ে কেন্দ্রীয় আইন মন্ত্রককে প্রস্তাব পাঠানো হয়েছে।