দেশ তথা রাজ্যের অবস্থা খুবই শোচনীয়| রাজ্য জুড়ে করোনা সংক্রমণ বাড়ছে লাফিয়ে বাড়ছে কিন্তু তা সত্ত্বে মানুষের কোনো হেল দোল নেই| লাগামহীন ভাবে মাকে ছাড়াই পথে-ঘাটে, ট্রেনে-বাসে ঘুরে বেড়াচ্ছে| কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ এ মৃত্যু মিছিল দেখে সত্যিই গা শিউরে উঠছে, আর সেই জন্যই এবার কড়া পদক্ষেপ নিল জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট। কোনো যাত্রীর মুখে যদি মাস্ক না থাকে তাহলে তাকে বাসে উঠতে দেওয়া হবেনা| গত বছর অর্থাৎ ২০২০ সালের মার্চে রাজ্যে প্রথম করোনা সংক্রমণ দেখা গিয়েছিল, পরিস্থিতি উদ্বেগজনক থাকায় দেশব্যাপী লকডাউন ঘোষণা করা হয়েছিল|কিন্তু জরুরী কোনো কাজের জন্য যারা বাইরে বেরোচ্ছিলেন তাদের মাস্ক, স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছিল। তা সত্ত্বেও যারা মাস্ক ছাড়া রাস্তায় বেরিয়েছেন তাদের শাস্তি দিয়েছিল পুলিশ|
এবছর শুরুতেই করোনা পরিস্থিতি খানিকটা উন্নত হতে শুরু করলেও ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে জনজীবন। ফলে মানুষ বেলাগাম হতে শুরু করে| ফলে মাস্ক, স্যানিটাইজার এগুলোর ব্যবহার কার্যত ভুলতেই বসেছিল কিন্তু আবারও হঠাৎ করেই রাজ্যের কোভিড গ্রাফ উর্দ্ধমূখী| তাই সংক্রমণ রুখতে শনিবার কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের তরফে নির্দেশিকা জারি করা হয়, কোনও ব্যক্তি মাস্ক ছাড়া রাস্তায় বেরলেই বা শারীরিক দূরত্ব বিধি না মানলে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। সরকারের সাথে ভাইরাস দমনে উদ্যোগী হলেন বাস সংগঠন। জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের নির্দেশিকায় বলা হয়েছে, ‘যাত্রীদের পাশাপাশি বাস চালক ও কনডাক্টরদেরও মাস্ক পরা বাধ্যতামূলক। যদিও নিয়ম কতটা মানবেন বাসচালক-যাত্রীরা, তা সময় বলবে|’