বঙ্গ ভোটের আগে শ্রম দপ্তর এর প্রতিমন্ত্রী জাকির হোসেনের গাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে। বৃহস্পতিবার সকালেই মুর্শিদাবাদের নিমতিতা স্টেশন চত্বরে যায় সিআইডি-র তদন্তকারী দল। খতিয়ে দেখা হয় পুরো ঘটনাস্থল।

বঙ্গ ভোটের আগে এরকম অপ্রীতিকর পরিস্থিতির জন্য মন্ত্রীকে জেড ক্যাটাগরীর সিকিউরিটি দেওয়া সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেই জানানো হচ্ছে। পাশাপাশি জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে জেলা পুলিশ সুপারের তরফ থেকে।
জাকির হোসেনের এই ঘটনার তদন্তের দায়িত্ব পড়েছে এডিজি সিআইডি অনুজ শর্মার ওপর। সিআইডির তরফ থেকে ধারণা, এই ঘটনার পিছনে তিনটি বিশেষ কারণ থাকতে পারে – প্রধানত বঙ্গ ভোটের আগে বিরোধী দলের তরফ থেকে এরকম ঝামেলা প্রায়শই দেখতে পাওয়া যায়। এছাড়াও গরু পাচার কাণ্ড নিয়ে দীর্ঘদিন যাবৎ সরব ছিলেন তিনি সেক্ষেত্রে হামলা হওয়ার সম্ভাবনা থেকে যায়। তাছাড়া গোষ্ঠী কোন্দল এর ফলেও ঘটতে পারে এমন ঘটনা।