কয়েকদিন আগেই কলকাতা থেকে গ্রেফতার হয়েছে ভুয়ো আইপিএস অফিসাররা। আজ খোদ মহানগরীতে পুলিশ সেজে প্রতারণার অভিযোগে আটক করা হয় ব্যক্তিকে ( কলকাতা পুলিশের ARS অফিসারকে )।ধৃত ওই ব্যক্তির নামে অভিযোগ উঠেছে প্রতারণার। জানা যাচ্ছে, অভিযুক্তের নাম পার্থ দত্ত। তাঁর বাড়ি পর্ণশ্রী থানার পাঠক পাড়ায়। বহুদিন ধরেই বিভিন্ন ব্যক্তির কাছ থেকে পুলিশে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন প্রতারক ওই ব্যক্তি। কলকাতা পুলিশে চাকরি পাইয়ে দেবেন বলে টোপ দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে ছিলেন সাধারণ মানুষের কাছ থেকে। তারপর মাসের পর মাস, এমনকি বছর ঘুরে গেলেও চাকরির কোন খবর নেই। প্রতারিতরা বারবার টাকা ফেরত চাইলেও টাকা ফেরত পাওয়া দেয়নি ওই প্রতারক পুলিশ অফিসার। এই ঘটনায় সন্দেহ হয় কিছু ব্যক্তির। এরপর সন্দেহের বশবর্তী হয়েই ভুয়ো আইপিএস অফিসারের খোঁজ চালাতে শুরু করেন প্রতারিতরা।
প্রতারিত জানিয়েছেন, বেহালা পর্ণশ্রী এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন তিনি। গত এক সপ্তাহ ধরে ওই বাড়িতে তিনি ছিলেন না। অনেক খোঁজখবর করার পর বিভিন্ন সূত্র মারফত খবর পেয়ে প্রতারিতরা ভলভো পুলিশ অফিসারের ঠিকানায় ঘেরাও করে আজ সকালে। অভিযুক্তকে ঘরবন্দী করে পর্ণশ্রী থানার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ওই প্রতারক ব্যক্তিকে আটক করে। এমনকি স্বামীর এই কুকীর্তি এতদিন পর্যন্ত তাঁর স্ত্রীর কাছেও অজানা ছিল। এছাড়াও তার বাড়িতে তল্লাশি চালানোর পর ইস্টার্ন রেলের একটি আইকার্ড উদ্ধার করেছে পর্ণশ্রী থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, প্রতারিতরা পর্ণশ্রী থানাতে অভিযুক্তের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।