রাজ্যে কার্যত লকডাউনের নিষেধাজ্ঞায় ছাড় পাওয়ার পরেই আজ প্রথম কাজের দিন। ফলে সকাল থেকেই বিভিন্ন বাস স্ট্যান্ড গুলিতে সাধারণ মানুষের ভিড় দেখতে পাওয়া গেছে। তবে গতকালের মত আজও দেখা মেলেনি বাসের। গতকাল থেকেই রাজ্যে চালানোর কথা সরকারি , বেসরকারি ও মিনি বাস গুলি। তবে আজকের পরিস্থিতি গতকালের ঘটনার পুনরাবৃত্তি মাত্র। নিত্যযাত্রীরা জানিয়েছেন, আজও রাস্তায় আধ ঘণ্টার বেশি দাড়িয়েও মিলছেনা বাসের দেখা। রীতিমত সমস্যায় পড়তে হচ্ছে অফিস যাত্রীদের। গতকাল রাজ্য সরকারের তরফ থেকে ছুটি ঘোষণা করায়, সেভাবে সাধারণ মানুষের সমস্যার আঁচ পাইনি রাজ্য সরকার। তবে আজ আনলক ফেজ ওয়ানের পর প্রথম ওয়ারকিং ডে। ফলে অফিসের জন্য হন্যে হয়ে ছুটতে হচ্ছে অফিস যাত্রীদের। আর এরই মধ্যে রাস্তায় বাসের অভাব নাজেহাল করছে তাঁদের।
প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল রাজ্য সরকারি ছুটি ঘোষণা করায় যাত্রী সংখ্যাও বেশ কিছুটা কম ছিল। তবে আজ যাত্রী সংখ্যা বৃদ্ধিতে বাসের পরিমাণ না বাড়াতেই ভোগান্তি নিত্যযাত্রীদের। যদিও বা সংগঠনের মালিকরা ইতিমধ্যে জানিয়েছেন , মাত্র ৫০ শতাংশ যাত্রী নিয়ে পুরনো ভাড়ায় বাস চালানো সম্ভব নয়। মূলত আন্তর্জাতিক বাজারে পেট্রোপণ্যের দাম বৃদ্ধির পাশাপাশি শহরতলিতেও বেড়ে চলেছে পেট্রোপণ্যের দাম। ফলে পুরোনো ভাড়াতে কম যাত্রী নিয়ে বাস চালালে বিপুলভাবে আর্থিক সংকটে পড়তে হবে বাস মালিকদের। যদিও এই বিষয়ে বেশ কয়েকবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন তাঁরা, তবে তাতে বিশেষ সুরাহা কিছু হয়নি।