ফের ১১ দিনের ইডি হেফাজত, বহাল তবিয়তে কেষ্ট। এম ভারত নিউজ

Mbharatuser

ইডির তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, এ বার বাবা ও মেয়েকে মুখোমুখি বসিয়ে সেই সব প্রশ্ন আবার করা হবে

0 0
Read Time:2 Minute, 59 Second

অনুব্রত মন্ডলকে আরও কিছু দিন নিজেদের হেফাজতে রেখে জেরা করতে চাইছে ইডি। সেইমত আজ রাউস এভিনিউ আদালতে তোলা হয় অনুব্রতকে। বিচারক ১১ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেন। তদন্তকারীদের একটি সূত্রে খবর, গরু পাচারের বেআইনি আয়ের টাকা কোথায় গেল, সেই সংক্রান্ত বিষয়ে এখনও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। নিজেদের হেফাজতে নিয়ে সেই সব বিষয়েই জেরা করবেন তদন্তকারীরা।

অন্যদিকে, এবার রাজধানীতে ডেকে পাঠানো হল বীরভূমের জেলা তৃণমূল সভাপতির কন্যা সুকন্যা মণ্ডলকেও। সুকন্যা, অনুব্রতের ব্যক্তিগত হিসাবরক্ষক মণীশ কোঠারি-সহ বেশ কয়েক জনকে তলব করা হয়েছে বলে খবর ইডি সূত্রে। আগামী সপ্তাহে তলব করা হয়েছে। অনুব্রত গ্রেফতার হওয়ার পর সুকন্যাকে দিল্লিকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। সিবিআই সূত্রের দাবি, সেই সময় বিপুল সম্পত্তি সম্পর্কে তাঁর কাছে জানতে চাওয়া হলেও তিনি প্রশ্ন এড়িয়ে গিয়েছিলেন। জানিয়েছিলেন, ওই সব প্রশ্নের উত্তর তাঁর বাবা এবং হিসাবরক্ষকই দিতে পারবেন। ইডির তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, এ বার বাবা ও মেয়েকে মুখোমুখি বসিয়ে সেই সব প্রশ্ন আবার করা হবে।

এদিকে, ইডি হেফাজতে বেশ ভালোই রাজার হালে রয়েছেন ‘বীরভূমের বাঘ’। বৃহস্পতিবার দুপুরের খাবার খেয়েছেন একেবারে বাঙালিয়ানা। ভাত, ডাল, আলু পোস্ত, সন্দেশ। শুক্রবার সকালে খেয়েছেন বার্গার, সুগার ফ্রি কফি। গত ৭ মার্চ অনুব্রতকে দিল্লি নিয়ে যায় ইডি। সেদিন মধ্যরাতেই হয় শুনানি। সেখানে ১০ মার্চ পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। শুক্রবার হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় ফের আদালতে পেশ করা হয় কেষ্টকে।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

রাজ্যকে ফের টাকা কেন্দ্রের, কোন খাতে কত? এম ভারত নিউজ

উল্লেখ্য, বকেয়া ডিএ বা মহার্ঘভাতা নিয়ে আন্দোলনে নেমেছেন সরকারি কর্মচারীদের একাংশ। এই ইস্যুতে কেন্দ্রকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেছিলেন.......

You May Like

Subscribe US Now

error: Content Protected