শর্তসাপেক্ষে অনুমতি দেওয়া হয়েছিল নবদ্বীপে হতে চলা বিজেপির রথযাত্রাকে , তবে থেকে গেছে গোড়ায় গলদ । বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি জেপি নাড্ডা মহাশয় আজ নবদ্বীপ থেকে মহা র্যালির শুভসূচনা করবেন বলেই জানা গিয়েছিল । তবে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের তরফ থেকে এই কর্মসূচির উপর জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে । যার শুনানির তারিখ দেওয়া হয়েছে আগামী ৯ ফেব্রুয়ারি।

বঙ্গভোটের আগে রাজ্যে এই ধরনের কর্মসূচির ক্ষেত্রে নবান্ন কে চিঠি দেওয়া হলে, সেখান থেকে জানানো হয় এই প্রকার রথ যাত্রার ক্ষেত্রে অনুমতি নিতে হবে স্থানীয় প্রশাসনের কাছ থেকে। তবে আজ নবদ্বীপে যে মহা র্যালির শুভসূচনা হতে চলেছে তার অনুমতি পাওয়া যায়নি এখনও পর্যন্ত , যদিও বিজেপির তরফ থেকে জানানো হয়েছে শর্তসাপেক্ষে অনুমতি পাওয়া গেছে রথ যাত্রায়। তবে পুলিশের কাছ থেকে অনুমতি না পাওয়া গেলে আদপেও রথযাত্রাটি করা সম্ভব হবে কিনা , এ বিষয়ে নিশ্চিন্ত নয় বিজেপির নেতারা। ৫ টি রথ রাজ্যের ২৯৪ টি বিধানসভা ঘুরে যাত্রা শেষ করবে মার্চ মাসে। তারপরেই রাজ্য বিজেপির তরফে ব্রিগেড সমাবেশের পরিকল্পনা রয়েছে।
