শর্তসাপেক্ষে রথ যাত্রার অনুমতি নবদ্বীপে । এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 45 Second

শর্তসাপেক্ষে অনুমতি দেওয়া হয়েছিল নবদ্বীপে হতে চলা বিজেপির রথযাত্রাকে , তবে থেকে গেছে গোড়ায় গলদ । বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি জেপি নাড্ডা মহাশয় আজ নবদ্বীপ থেকে মহা র‍্যালির শুভসূচনা করবেন বলেই জানা গিয়েছিল । তবে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের তরফ থেকে এই কর্মসূচির উপর জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে । যার শুনানির তারিখ দেওয়া হয়েছে আগামী ৯ ফেব্রুয়ারি।

বঙ্গভোটের আগে রাজ্যে এই ধরনের কর্মসূচির ক্ষেত্রে নবান্ন কে চিঠি দেওয়া হলে, সেখান থেকে জানানো হয় এই প্রকার রথ যাত্রার ক্ষেত্রে অনুমতি নিতে হবে স্থানীয় প্রশাসনের কাছ থেকে। তবে আজ নবদ্বীপে যে মহা র‍্যালির শুভসূচনা হতে চলেছে তার অনুমতি পাওয়া যায়নি এখনও পর্যন্ত , যদিও বিজেপির তরফ থেকে জানানো হয়েছে শর্তসাপেক্ষে অনুমতি পাওয়া গেছে রথ যাত্রায়। তবে পুলিশের কাছ থেকে অনুমতি না পাওয়া গেলে আদপেও রথযাত্রাটি করা সম্ভব হবে কিনা , এ বিষয়ে নিশ্চিন্ত নয় বিজেপির নেতারা। ৫ টি রথ রাজ্যের ২৯৪ টি বিধানসভা ঘুরে যাত্রা শেষ করবে মার্চ মাসে। তারপরেই রাজ্য বিজেপির তরফে ব্রিগেড সমাবেশের পরিকল্পনা রয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

কৃষকদের সঙ্গে সহভোজের কর্মসূচিতে জেপি নাড্ডা । এম ভারত নিউজ

বঙ্গ ভোটের আগে বঙ্গের মাটিতে পদ্ম ফুল ফোটাতে বদ্ধ পরিকর বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সহ বিজেপির শীর্ষ নেতারা। আজ নবদ্বীপে মেগা র‍্যালির শুভ সূচনা করার আগে, মালদায় আড়াই হাজার কৃষকের সঙ্গে একসঙ্গে বসে সহভোজ করবেন তিনি। আজ মালদহে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। সকাল ১০.৫০ মিনিটে মালদায় […]

Subscribe US Now

error: Content Protected