নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ ফের রক্তক্ষরণ তৃণমূলে। হাওড়ায় পঞ্চায়েত প্রধান সহ শতাধিক কর্মী ঘাসফুল ছেড়ে পদ্মফুলে নাম লেখালেন। শনিবার হাওড়ার ডোমজুড় বিধানসভার অন্তর্গত জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বলে পরিচিত গোবিন্দ হাজরা সহ শতাধিক তৃণমূল কর্মী বিজেপিতে যোগদান করলেন। এদিন সদর হাওড়া বিজেপির দলীয় কার্যালয়ে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা বিজেপির সভাপতি সুরজিৎ সাহা। উপস্থিত ছিলেন ডোমজুড়ের প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়।
তৃণমূলে কোনও ভালো মানুষ, কাজের মানুষ থাকতে চান বলে বারবারই অভিযোগ করেছেন বিজেপির শীর্ষ নেতারা। সেই কারণে হামেশাই দলবদল হচ্ছে বলে দাবি তাঁদের। তবে বিষয়টিকে মোটেই পাত্তা দিতে চায় না তৃণমূল। পাল্টা তাদের দাবি, দু একজন চলে গেলে কিছু যায় আসে না। যদিও একুশের ভোটের আগে যেভাবে প্রতিদিন দলবদলের খেলা চলছে, তাতে করে ভোটে লড়া তৃণমূলের কাছে বেশ চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।