জেলায় জেলায় শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া পোস্টার ঘিরে শুরু হয়েছে বিতর্ক। গত কয়েক দিন ধরেই রাজ্যের একাধিক জেলায় শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া পোস্টার, ব্যানার পড়ছে। কে বা কারা এমন পোস্টার সাঁটাচ্ছেন সে বিষয়ে পরিস্কার না করা গেলেও লেখা থাকছে শুভেন্দু অনুগামী তারা। আর এতেই যত জল্পনা। তবে কি তৃণমূলের সঙ্গে সম্পর্ক শেষ করে দিতে চলছেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। এসবের মাঝে মঙ্গলবার নন্দীগ্রামের গোকুলনগরে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে সভা করার ডাক দিয়েছেন শুভেন্দু।

অন্যদিকে শুভেন্দুর এই সভার বিরোধিতা করেছে তৃণমূল। তাদের দাবি, নন্দীগ্রাম দেখবে তৃণমূলই। ইতিমধ্যে দলীয় প্রতীক না থাকলে কোনও সভায় কর্মীদের যোগ না দিতে নির্দেশ দিয়েছেন দলের পূর্ব মেদিনীপুরের সহ সভাপতি অখিল গিরি। নন্দীগ্রামে শুভেন্দুর পাল্টা সভা করবে তৃণমূল। মঙ্গলবার সকালে শহিদ বেদীতে মাল্যদানের পর বিকেলে নন্দীগ্রামের হাজরা কাটায় তৃণমূলের পাল্টা জনসভা। বক্তা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম, পূর্ণেন্দু বসু, দোলা সেন, অখিল গিরিরা। শুভেন্দুর বাবা তথা তৃণমূল নেতা শিশির অধিকারীও থাকবেন বলে জানা গিয়েছে।