৩০ সেপ্টেম্বরই বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় ঘোষণা আদালতের । এম ভারত নিউজ

user 21
0 0
Read Time:1 Minute, 55 Second

আগামী ৩০ সেপ্টেম্বর বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় ঘোষণা সিবিআইয়ের বিশেষ আদালতে। বিচারপতি এসকে যাদব অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় ঘোষণা করবেন। প্রায় ৩০ বছরের পুরনো বাবরি মসজিদ ধ্বংস মামলার রায়দানের দিন আদালতে লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর জোশি-সহ মামলায় অভিযুক্ত ৩২ জনকেই সশরীরে হাজির থাকতে নির্দেশ দিয়েছে সিবিআই আদালত। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস করা হয়। বাবরি ধ্বংসের পর ষড়যন্ত্র ও মসজিদ ধ্বংসে অন্যদের উস্কানি দেওয়ার অভিযোগে মামলা দায়ের হয়েছিল। বাবরি মামলায় অভিযুক্তদের তালিকায় বিজেপির একাধিক বর্ষীয়ান নেতার নাম রয়েছে। ইতিমধ্যেই বাবরি মসজিদ মামলায় অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শেষ হয়েছে। গত বছরের জুলাইয়ে সুপ্রিম কোর্ট বাবরি মামলার রায় আগামী ৯ মাসের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছিল সিবিআই বিশেষ আদালতকে। সেই মতো তৎপরতা শুরু করে সিবিআই আদালত। যদিও শীর্ষ আদালতের মামলার রায় দান শেষ করার নির্ধারিত সময় শেষ হয়ে গিয়েছে গত এপ্রিলেই। দেশজুড়ে করোনা পরিস্থিতির জেরে মামলার প্রক্রিয়া শেষ করতে সময় লেগেছে বলে সর্বোচ্চ আদালতে জানান সিবিআই কোর্টের বিচারপতি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

দুর্গাপুজোয় পুলিশ কর্তাদের জন্য নবান্ন থেকে জারি বিশেষ নির্দেশ । এম ভারত নিউজ

দুর্গাপুজো নিয়ে তত্পর নবান্ন। করোনা আবহে সামাজিক দুরত্ব সহ একাধিক বিধি মেনে কিভাবে পুজো কমিটিগুলি পুজোর প্রস্তুতি নিচ্ছে তা খতিয়ে দেখতে থানাকে নির্দেশ দিল নবান্ন। বুধবার পুলিস সুপার, পুলিস কমিশনারদের সেই বিশেষ নির্দেশ দিলেন ডিজি। প্রত্যেক থানার ওসি বা আইসিরা তাঁদের এলাকার পুজো কমিটি গুলোর সঙ্গে আলোচনা করবেন। পুজো কমিটিগুলির […]

Subscribe US Now

error: Content Protected