গত শুক্রবার এনডিএর প্রথম বৈঠকে নীতীশ কুমার নিজেই পরবর্তী বৈঠকের কথা জানিয়েছিলেন । সম্ভবত আজই পাটনায় দ্বিতীয় দফার বৈঠকে স্থির করা হবে কে হচ্ছেন বিহারের মুখ্যমন্ত্রী । বৈঠকের নেতৃত্বে থাকছেন সেন্ট্রাল অবজার্ভার রাজনাথ সিং এবং দেবেন্দ্র ফড়ণবীশ । ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক স্তর থেকে নীতীশের ওপর চাপ সৃষ্টি করা হয়েছে । নীতীশ নিজে এবং এনডিএ কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখার ।
এই ঘটনা ২০১৫ সালের ঘটনাকে মনে করিয়ে দেয় । যেখানে ভোটে জিতেও চাপের মুখে পড়তে হয়েছিল নীতীশকে । বিধানসভা নির্বাচনে নীতীশ কুমারের মুখ্যমন্ত্রী হওয়ার পরই শুরু হয় নানা জল্পনা । নীতীশ কুমারের সঙ্গে জোটে থাকা আরজেডির আসন সংখ্যা বেশি হওয়ায় আরজেডি নানা ভাবে নীতীশের ওপর চাপ সৃষ্টি করেছিল । বলা হত নীতীশ মুখ্যমন্ত্রী হয়েছেন আরজেডির দৌলতেই । মাত্র দেড় বছর আরজেডির সঙ্গে সরকার চালিয়েই তিনি এনডিএ-তে চলে আসেন । এবারেও খানিক তেমনই পরিস্থিতি যার প্রধান কারন বিজেপির উত্থান । এবার তিনি নিজে মুখ্যমন্ত্রী হলেও সমিক্ষা বলছে রাশ থাকবে দিল্লির হাতেই । এই মুহূর্তে নীতীশ নিজে কি সিদ্ধান্ত নেন সেটাই এখন দেখার বিষয় ।