ফের মূল্যবৃদ্ধির পেট্রোপণ্যের, পকেটে টান মধ্যবিত্তের । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 41 Second

বাণিজ্য নগরীর পর এবার সেঞ্চুরি হাঁকাতে চলেছে মহানগরীর পেট্রোপণ্যের দাম। করোনাকালে একদিকে যেমন সাধারণ মানুষের পকেটে টান, তেমনি আরেক দিকে এরই সঙ্গে পাল্লা দিয়ে হুহু করে বেড়ে চলেছে পেট্রোল -ডিজেলের দাম। গত ৩১ দিন ধরে লাগাতার বেড়ে চলেছে পেট্রোপণ্যের দাম। গত কয়েক দিনে সেঞ্চুরি পার করেছে বিভিন্ন রাজ্যের পেট্রোলের দাম। আর এবার ওই একই পথে হেটে সেঞ্চুরী পার করতে চলেছে বাংলাও। মূলত গত ৩১ দিনের ডায়াগ্রাম চর্চা করলে দেখা যাবে যে গতিতে দাম বৃদ্ধি হয়েছে সেই গতিতে দাম বৃদ্ধি হলে আগামী এক সপ্তাহের মধ্যেই তা ১০০ পার করবে। ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে জারি করা তালিকা অনুসারে মহানগরীতে পেট্রোলের দাম, ৯৮.৩০ টাকা এবং ডিজেলের দাম ৯১.৭৫ টাকা। সুতরাং গতকালের তুলনায় পেট্রোল ডিজেলের দাম বাড়ল যথাক্রমে ৩৪ ও ৩৫ পয়সা।

করোনাকালে পশ্চিমবঙ্গে চলছে কার্যত লকডাউন । এমনকি সমস্ত গণপরিবহনে জারি করা হয়েছে বিধি নিষেধ। এই পরিস্থিতিতে নিজের গাড়ি বা বাইকই একমাত্র ভরসা। সেক্ষেত্রে পেট্রোপণ্যের এইরকম দাম বৃদ্ধিতে স্বভাবতই সমস্যার মুখে পড়তে হচ্ছে সাধারন মানুষকে । বিধানসভা নির্বাচন ২০২১ এর পর থেকে ক্রমাগত বেড়ে চলেছে পেট্রোপণ্যের দাম। তবে এই পেট্রোপণ্যের দাম বৃদ্ধি কেবলমাত্র আন্তর্জাতিক স্তরে পেট্রোপণ্যের দাম বৃদ্ধির ওপরেই নির্ভর করে না। এর সঙ্গে যুক্ত হয় কেন্দ্র এবং রাজ্য স্তরের বিভিন্ন শুল্ক এবং পরিবহন খরচ। পশ্চিমবঙ্গ ছাড়াও যে সমস্ত রাজ্যগুলিতে ইতিমধ্যেই মূল্যবৃদ্ধি হয়েছে সেগুলি হল রাজস্থান, মধ্য প্রদেশ, মহারাষ্ট্র, অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, জম্মু ও কাশ্মীর, ওড়িশা, লাদাখ, বিহার, কেরল এবং তামিলনাড়ু।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ভয়াবহ শব্দে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর বিমানবন্দর, আহত ২ । এম ভারত নিউজ

রবিবার সকালে বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল জম্মু-কাশ্মীরের বিমানবন্দরের সাতওয়াড়ি এয়ারফোর্স স্টেশনের টেকনিক্যাল এলাকা। মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে , পরপর দুটি বিস্ফোরণ ঘটে বলে জানা যায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যার ফলে বিস্ফোরণের শব্দ শোনা যায় প্রায় এক কিলোমিটার দূর থেকেও। এই প্রসঙ্গে একজন পুলিশ আধিকারিক জানিয়েছেন, ঘটনা ঘটার প্রায় সঙ্গে […]

You May Like

Subscribe US Now

error: Content Protected